Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই ধাক্কা ভারতের, ছিটকে গেলেন শ্রেয়স

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই ধাক্কা ভারতের, ছিটকে গেলেন শ্রেয়স

চলতি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজের উপর নির্ভর করছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ভাগ্য। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে আবার ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন শ্রেয়স আয়ার। তাঁর পরিবর্তে শুভমান গিল অথবা সূর্যকুমার যাদবের মধ্যে একজন সুযোগ পেতে পারেন।
পুরোপুরি ফিট না হওয়ায় যশপ্রীত বুমরাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পাওয়া যাবে না। তার ওপর শ্রেয়স আয়ারকে প্রথম টেস্টে না পাওয়াটা বড় ধাক্কা। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টে কাছে একটাই খুশির খবর, চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন রবীন্দ্র জাদেজা। তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
শ্রীলঙ্কা সিরিজ থেকেই কুঁচকির চোট সমস্যায় ভুগছেন শ্রেয়স আয়ার। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজে তিনি দলে জায়গা পাননি। এই মুহূর্তে শ্রেয়স জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একাডেমিতে রিহ্যাবে রয়েছেন প্রথম টেস্টে আগে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই।
শ্রেয়স আয়ারের জায়গায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে খেলানোর কথা ভাবছে। সূর্যকুমার বরাবরই মিডল অর্ডারে ব্যাটিং করেন। কিন্তু জাতীয় দলের হয়ে ওপেন করেছেন। যদিও ২০২১ সালে যখন নিউজিল্যান্ড দল ভারত সফরে এসেছিল, তখন শুভমান গিলকে মিডল অর্ডারে ভাবা হয়েছিল। এরপর লোকেশ রাহুল চোট পাওয়ায় শুভমানকে ওপেনিংয়ে পাঠানো হয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুল ওপেন করবেন। তিন নম্বরে চেতেশ্বর পুজারা, চার নম্বরে বিরাট কোহলি চূড়ান্ত। ৫ নম্বর জায়গায় লড়াই শুভমান এবং সূর্যকুমারের মধ্যে। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ‘‌এ’‌ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল, সেই সফরে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন শুভমান। দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন। তাই তাঁর পাল্লা অনেকটাই ভারী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!