- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১১, ২০২৪
টি২০ প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থ রোহিত, তবু সহজ জয় ভারতের
দীর্ঘদিন পর দেশের হয়ে টি২০ ম্যাচ খেলতে নেমে সুখের হল না রোহিত শর্মার কাছে। কোনও রান না করেই সাজঘরে ফিরতে হয় রোহিতকে। অধিনায়ক ব্যর্থ হলেও জয় এল ভারতের। আফগানিস্তানকে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। ভারতীয় বোলারদের দাপটে পাওয়ার প্লে–র প্রথম ৬ ওভারে ঝড় তুলতে পারেননি আফগান ব্যাটাররা। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরানকে জ্বলে ওঠার সুযোগ দেননি অর্শদীপ সিং, মুকেশ কুমাররা। প্রথম ওভারে কোনও রানই দেননি অর্শদীপ সিং। প্রথম ৬ ওভারে আফগানিস্তানের রান ছিল ৩৩/০।
অস্টম ওভারে ভারতকে ব্রেক থ্রু এনে দেন অক্ষর প্যাটেল। তুলে নেন গুরবাজকে (২৮ বলে ২৩)। পরের ওভারে জাদরানকে (২২ বলে ২৫) ফেরান শিবম দুবে। দশম ওভারের শেষ বলে রহমত শাহকে (৩) ফিরিয়ে আফগানিস্তানকে চাপে ফেলে দেন অ৭র প্যাটেল। এরপর হাল ধরেন আজমাতুল্লাহ ও মহম্মদ নবি। জুটিতে ওঠে ৬৮ রান। দুজনই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন। ১৮তম ওভারের প্রথম বলে আজমাতুল্লাহকে (২২ বলে ২৯) ফেরান মুকেশ কুমার। একই ওভারের শেষ বলে তুলে নেন নবিকে (২৭ বলে ৪২)। নাজিবুল্লাহ (১১ বলে ১৯) আফগানিস্তানকে ১৫৮/৫ রানে পৌঁছে দেন। ২৩ রানে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩৩ রানে ২ উইকেট মুকেশ কুমারের।
১৪ মাস পর দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। প্রত্যাবর্তন সুখের হল না রোহিতের কাছে। ইনিংসের দ্বিতীয় বলেই শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট। আউট হয়ে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন রোহিত। মাঠের মধ্যেই হম্বিতম্বি করেন শুভমানকে। শুভমানের কাছে ছিল প্রায়াশ্চিত্য করার লড়াই। ঝড় তুলেও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি শুভমান। ১২ বলে ২৩ রান করে মুজিব–উর–রহমানের বলে স্টাম্পড হন। তিন নম্বরে নামা তিলক ভার্মা ২২ বলে ২৬ রান করে আউট হন।
৭২ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর দলকে টানছিলেন শিবম দুবে ও জিতেশ শর্মা। ২০ বলে ৩১ রান করে মুজিবের বলে ফেরেন জিতেশ। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শিবম দুবে ও রিঙ্কু সিং। ১৭.৩ ওভারে ১৫৯/৪ রান তুলে জিতে যায় ভারত। ৪০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। আফগানিস্তানের হয়ে ২১ রানে ২ উইকেট নেন মুজিব–উর–রহমান।
❤ Support Us