Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৯, ২০২৪

পঞ্চম টেস্টে ভারতের জয় ইনিংস ও ৬৪ রানে, শততম টেস্টে অশ্বিনের রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চম টেস্টে ভারতের জয় ইনিংস ও ৬৪ রানে, শততম টেস্টে অশ্বিনের রেকর্ড

টানা তৃতীয়বার কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত?‌ রোহিত শর্মারা যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন, স্বপ্ন দেখতেই পারেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে আগেই টেস্ট সিরিজ জিতে নিয়েছিল ভারত। ধরমশালায় পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়ে ব্যবধান ৪–১ করে নিল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আগেই শীর্ষে পৌঁছে গিয়েছিল। এদিনের জয়ে নিউজিল্যান্ডের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিল।

প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ২১৮। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৮ উইকেটে ৪৭৩। কুলদীপ যাদব ২৭ ও যশপ্রীত বুমরা ১৯ রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন অবশ্য ভারতের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করতে সক্ষম হয় ভারত। কুলদীপ যাদবকে তুলে নেন জিমি অ্যান্ডারসন। ৩০ রান করেন কুলদীপ। তিনিই অ্যান্ডারসনের ৭০০তম টেস্ট উইকেট। পরের ওভারেই যশপ্রীত বুমরাকে তুলে নিয়ে ভারতকে ৪৭৭ রানে গুটিয়ে দেন শোয়েব বশির। ১৭৩ রানে তিনি নেন ৫ উইকেট। ২টি করে উইকেট পান অ্যান্ডারসন ও টম হার্টলি।

প্রথম ইনিংসে ২৫০ রানে পিছিয়ে থেকে একবারই মাত্র টেস্ট জিতেছিল ইংল্যান্ড। তাও সেটা আবার ১৩০ বছর আগে। ধরমশালাতেও ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পন করে। দ্বিতীয় ওভারেই বেন ডাকেটকে (২)‌ তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন অশ্বিন। এরপর ফেরান জ্যাক ক্রলিকে (‌০)‌। শুরুর ধাক্কা সামলাতে পারেনি ইংল্যান্ড। ‌১৪১ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস পরাজয় নিশ্চিত করে ফেলে। কিছুটা লড়াই করেন জো রুট (‌৮৪)‌ ও জনি বেয়ারস্টো (‌৩৯)‌। শেষ পর্যন্ত ১৯৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৭৭ রানে ৫ উইকেট নেন অশ্বিন। ২টি করে উইকেট নেন বুমরা ও কুলদীপ।

নিজের শততম টেস্টে ৯ উইকেট তুলে নিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। এই নিয়ে টেস্টের এক ইনিংসে ৩৬ বার ৫ উইকেট নিলেন অশ্বিন, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। ভেঙে দিলেন অনিল কুম্বলের (৩৫ বার) রেকর্ড। পাশাপাশি আরও একটা নজির গড়েছেন অশ্বিন। মুরালিথরন, ওয়ার্ন ও কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে নিজের ১০০তম টেস্টে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!