Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১১, ২০২৩

‌এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত, সামনে মালয়েশিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
‌এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত, সামনে মালয়েশিয়া

এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকিতে দারুণ ছন্দে এগিয়ে চলেছে ভারত। খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল। জাপানকে ৫–০ ব্যবধানে উড়িয়ে পৌঁছে গেলেন ফাইনালে হরমনপ্রীত সিংরা। ভারতের সামনে এদিন তেমন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি জাপান। ফাইনালে ভারতের সামনে মালয়েশিয়া।
গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে এই জাপানের কাছে আটকে যেতে হয়েছিল ভারতকে। ১৫টা পেনাল্টি কর্ণার পেয়েও জয় হাসিল করতে পারেননি হরমনপ্রীতরা। সেমিফাইনালে অন্য ছবি। এদিন জাপানের সামনে দাঁড়াতেই পারেনি জাপান। ম্যাচের শুরু থেকেই জাপানের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ভারত। ২ মিনিটে পেনাল্টি কর্ণার পায় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৬ মিনিটে গোল করার সুযোগ এসেছিল হার্দিকের সামনে। তিনিও তিন কাঠিতে বল রাখতে ব্যর্থ হন। প্রথম কোয়ার্টারে আধিপত্য দেখিয়েও গোল তুলে নিতে পারেনি ভারত।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। ১৯ মিনিটে হার্দিকের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আকাশদীপ সিং। ২৩ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্ণার পায় ভারত। পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক হরমনপ্রীত সিং। বিরতির ঠিক আগের মুহূর্তে মনপ্রীত সিংয়ের পাস থেকে ৩–০ করেন মনদীপ সিং।
বিরতির পরও দাপট কমেনি ভারতের। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। প্রথমে কার্তি সেলভাম ও পরে অমিত রোহিদাসের প্রয়াস ব্যর্থ করে দেন জাপানি গোলকিপার। ৩৯ মিনিটে মনপ্রীত সিংয়ের পাস থেকে ৪–০ করেন সুমিত। ৫১ মিনিটে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন কার্তি সেলভাম। ফাইনালে ভারত খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে মালয়েশিয়া ৬–২ ব্যবধানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে।

  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!