Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৯, ২০২৩

শুভমানের দুরন্ত সেঞ্চুরি, নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারাল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
শুভমানের দুরন্ত সেঞ্চুরি, নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারাল ভারত

জয়ের জন্য নিউজিল্যান্ডের শেষ ওভারে দরকার ছিল ২০ রান। শার্দূল ঠাকুরের প্রথম বলে ছক্কা হাঁকান ব্রেসওয়েল। দ্বিতীয় বল ওয়াইড করেন শার্দূল। তৃতীয় বল ইয়র্কার সরাসরি আছড়ে পড়ে ব্রেসওয়েলের পায়ে। এলবিডব্লু আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচেননি ব্রেসওয়েল। অবিশ্বাস্য লড়াই করেও নিউজিল্যান্ডকে জয়ের মুখ দেখাতে পারেননি তিনি। নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়ে একদিনের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুরন্ত দ্বিশতরান করে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন শুভমান গিল। তাঁর ২০৮ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান তুলেছিল ভারত। জবাবে ৪৯.‌২ ওভারে ৩৩৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ত্রয়োদশ ওভারে প্রথম ধাক্কা খায়। ব্লেয়ার টিকনারের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত (‌৩৮ বলে ৩৪ রান)‌। বিরাট কোহলি এদিন ব্যর্থ (‌১০ বলে ৮)‌। মিচেল স্যান্টনারের বলে বোল্ড হন তিনি। ঈশান কিশানকে চার নম্বরে পাঠানো হয়েছিল। নিজেকে মেলে ধরতে পারেননি। ১৪ বলে ৫ রান করে ফার্গুসনের বলে আউট হন কিশান। ১১০ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান শুভমান গিল ও সূর্যকুমার যাদব। জুটিতে ওঠে ৬৫। জুটি ভাঙেন ড্যারিল মিচেল। তুলে নেন সূর্যকুমারকে (‌২৬ বলে ৩১)‌। তার আগেই সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান।
এদিন শুভমানের সেঞ্চুরি আসে ৮৭ বলে। ‌সেঞ্চুরির পর রীতিমতো তান্ডব চালান ভারতীয় দলের এই ওপেনার। ১৪৫ বলে ২০০ রান পূর্ণ করেন। ইনিংসের ৪৯ তম ওভারে লকি ফার্গুসনের প্রথম ৩ বলে তিন–তিনটি ছক্কা মেরে দ্বিশতরানে পৌঁছন শুভমান। তাঁর পরের ১০০ আসে ৫৮ বলে। শেষ পর্যন্ত ১৪৯ বলে ২০৮ রান করে আউট হন শুভমান। মারেন ১৯টি ৪ ও ৯টি ৬। শিপলের বলে দুরন্ত ক্যাচ ধরেন গ্লেন ফিলিপস। হার্দিক পান্ডিয়া ৩৮ বলে করেন ২৯। নিউজিল্যান্ডের হয়ে শিপলে ও গ্লেন ফিলিপস ২টি করে উইকেট নেন। ‌‌‌‌‌
জয়ের জন্য ৩৫০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২৮ রানে ডেভন কনওয়েকে (‌১০)‌ হারায় নিউজিল্যান্ড। ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মহম্মদ সিরাজ। ঘরের মাঠে জীবনের প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে দারুণ শুরু করেন হায়দরাবাদের এই জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে যেখানে শেষ করেছিলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করেন।
প্রাথমিক ধাক্কা সামলে নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফিন অ্যালেন ও হেনরি নিকোলস। ত্রয়োদশ ওভারে জুটি ভাঙেন শার্দূল ঠাকুর। তুলে নেন ফিন অ্যালেনকে (‌৩৯ বলে ৪০)‌। এরপর দ্রুত নিকোলস (‌১৮) ও ড্যারিল মিচেলকে (‌৯)‌ হারায় নিউজিল্যান্ড। দুজনকেই ফেরান কুলদীপ যাদব। গ্লেন ফিলিপকে (‌১১)‌ তুলে নেন মহম্মদ সামি। ১১০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। দ্বিতীয় স্পেলে এসে অধিনায়ক টম লাথামকে (‌২৪)‌ তুলে নিয়ে নিউজিল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দেন সিরাজ।
এরপর লড়াই শুরু করেন মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। এই দুজনের হাত ধরে দারুণভাবে ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। জুটিতে ১০২ বলে ১৬২ রান তুলে কিউয়িদের জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ব্রেসওয়েল ও স্যান্টনার। স্যান্টনারকে (‌৪৫ বলে ৫৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন সিরাজ। পরের বলেই শিপলেকে (‌০)‌ তুলে নেন। ফার্গুসনকে (‌৮)‌ ফেরান হার্দিক। অবিশ্বাস্য লড়াই করেও দলকে জয় এনে দিতে পারেননি ব্রেসওয়েল। ৭৮ বলে ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি শার্দূল ঠাকুরের বলে আউট হন। ১২টি ৪ ও ১০টি ৬ মারেন ব্রেসওয়েল। ৪৬ রানে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!