- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৭, ২০২৩
তারুণ্যের জেতে ঝলসে গেল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচেও জয় ভারতের
প্রথম টি২০ ম্যাচে শেষ ওভারে নাটকীয় জয়। দ্বিতীয় ম্যাচে অবশ্য তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সূর্যকুমার যাদবদের। অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়ে টি২০ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলের মতো সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েও সিরিজে সমতা ফেরাতে পারল না অস্ট্রেলিয়া। তারুণ্য দিয়ে বাজিমাত ভারতের।
সিরিজের প্রথম ম্যাচে ভাল শুরু করেও বড় ইনিংস গড়তে পারেননি যশস্বী জয়সওয়াল। আর ঋতুরাজ গায়কোয়াড় তো কোনও বলই খেলার সুযোগ পাননি। রবিবার অবশ্য এই দুই ব্যাটারের দাপটে উড়ে যান অস্ট্রেলিয়ান বোলাররা। শেষ দিকে ঝড় তোলেন ‘ফিনিশার’ রিঙ্কু সিং। ভারতের তরুণ ব্রিগেডের ভয়ডরহীন ক্রিকেটের কাছে বেসামাল অস্ট্রেলিয়া। টস জিতে ভারতকে এদিন প্রথমে ব্যাট করতে দিয়েছিলেল ম্যাথু ওয়েড। ওপেনিং জুটিতে ৫.৫ ওভারে ৭৭ রান তুলে ফেলেন যশস্বী ও ঋতুরাজ।
আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা যশস্বীকে তুলে নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন নাথান এলিস। ২৫ বলে ৫৩ রান করে আউট হন যশস্বী। তিনি আউট হলেও ভারতের রানের গতি অব্যাহত রাখেন ঈশান কিষাণ। ৩২ ওভারে ৫২ রান করে আউট হন ঈশান। ক্রিজে নেমে দুটি ছক্কা হাঁকালেও সূর্যকুমার যাদব (১০ বলে ১৯) অবশ্য এদিন বড় রান পাননি। ঋতুরাজ ও রিঙ্কু সিং ভারতকে ২০০ রানের গন্ডি পার করে দেন। ইনিংসের শেষ ওভারে আউট হন ঋতুরাজ। ৪৩ বলে তিনি করেন ৫৮। ৯ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে ভারত।
স্টিভ স্মিথ ও ম্যাথু শর্টের শুরুতে ঝোড়ো ব্যাটিং দেখে মনে হচ্ছিল লড়াই দারুণ জমে উঠেবে। সঠিক সময়ে ম্যাথু শর্ট (১০ বলে ১৯) ও ডশ ইংলিসকে (২) তুলে নেন রবি বিষ্ণোই। এরপর অস্ট্রেলিয়াকে সবচেয়ে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল। ম্যাক্সওয়েলকে (৮ বলে ১২) ফেরান। স্টিভ স্মিথকে (১৬ বলে ১৯) তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন প্রসিদ্ধ কৃষ্ণ।
৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। এরপর মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড জুটি অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। টিম ডেভিডকে (২২ বলে ৩৭) ফেরান রবি বিষ্ণোই। অন্যদিকে, মার্কাস স্টয়নিসকে (২৫ বলে ৪৫) তুলে নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্নের সলিলসমাধি ঘটান মুকেশ কুমার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলে অস্ট্রেলিয়া। অধিনায়ক ম্যাথু ওয়েডের ২৩ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস কাজে আসেনি। ভারতের হয়ে রবি বিষ্ণোই ও প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি করে উইকেট নেন।
❤ Support Us