- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৪, ২০২৩
আবার গোল সুনীলের, নেপালকে হারিয়ে সাফের শেষ চারে ভারত

দারুণ ছন্দে এগিয়ে চলেছে ভারতীয় ফুটবল দল। ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পৌঁছে গেল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। নেপালকে ২–০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারের ছাড়পত্র পেয়ে গেল ভারত। ভারতের হয়ে এদিন গোলদুটি করেন সুনীল ছেত্রি ও নওরেম মহেশ সিং।
আগের ম্যাচে পাকিস্তানকে ৪–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। নেপালের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল। সুযোগ দারুণভাবে কাজে লাগালেন সুনীল ছেত্রিরা। ভারতের বিরুদ্ধে এদিন সেভাবে সুবিধা করতে পারেনি নেপাল। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল ভারতের। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। কাজে লাগাতে পারেননি সাহাল আব্দুল সামাদ। বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও শট নিতে দেরি করায় নেপালের এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করে দেন। পরের মিনিটে আবার সাহালের কাছে সুযোগ এসে গিয়েছিল। সেবারও মিস করেন তিনি।
১৭ মিনিটে নেপালের অলীক বিস্তার শট দারুণভাবে বাঁচিয়ে ভারতে গোল খাওয়ার হাত থেকে বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। ৩৩ মিনিটে নিখিল পুজারির ভুলে এগিয়ে যেতে পারত নেপাল। রোহিত কুমার ভারতকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন। ৪০ মিনিটে উদান্ত সিংয়ের শট ফিস্ট করে বাঁচান নেপাল গোলকিপার কিরণ লিম্বু। প্রথমার্ধে ভারতের দাপট থাকলেও মাঝে মাঝে প্রতিআক্রমণে উঠে এসে ভারতীয় ডিফেন্সকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল নেপাল। প্রথমার্ধে দাপট দেখিয়েও গোল তুলে নিতে পারেননি সুনীল ছেত্রি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ভারত। মহেশ সিং ও সুনীল ছেত্রির যুগলবন্দীতে ৬১ মিনিটে এগিয়ে যায়। বাঁদিক থেকে উঠে এসে সেন্টার করেছিলেন মহেশ সিং। হেডে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান মহেশ সিং। প্রতিআক্রমণে বল পেয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন সুনীল। তাঁর সেই শট বারে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠান মহেশ। মিনিট পাঁচেক পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল সাহালের সামনে। কিন্তু তাঁর শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান কিরণ লিম্পু। পরপর ২ ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত। কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ ভারতের কাছে গ্রুপ শীর্ষে থাকার লড়াই।
❤ Support Us