Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৪, ২০২৪

মাত্র দেড় দিনেই শেষ টেস্ট!‌ কেপ টাউনে ৭ উইকেটে জিতে মান বাঁচাল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
মাত্র দেড় দিনেই শেষ টেস্ট!‌ কেপ টাউনে ৭ উইকেটে জিতে মান বাঁচাল ভারত

স্বপ্ন ছিল বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়া। প্রথমবার প্রোটিয়া ভূমিতে সিরিজ জয়। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হেরে আগেই স্বপ্নের সলিল সমাধি। দ্বিতীয় টেস্ট জিতে কিছুটা মানরক্ষা ভারতের। কেপ টাউনে রোহিতদের জয় এল ৭ উইকেটে। মাত্র দেড় দিনেই শেষ টেস্ট। দুই দল খেলল মোট ১০৭ ওভার। একাধিক রেকর্ড গড়া কেপ টাউন টেস্টে এটাও একটা নজির।
অসমান বাউন্স, অপ্রত্যাশিত মুভমেন্ট। জোরে বোলিং সামলানোই কঠিন হয়ে দাঁড়িয়েছিল ব্যাটারদের কাছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সাত সকালেই সাজঘরে ফেরার মিছিল শুরু করেছিলেন প্রোটিয়া ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো না হলেও আবার হয়তো লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে। এইডেন মার্করামের দুরন্ত সেঞ্চুরি কিছুটা হলেও মান বাঁচায় প্রোটিয়াদের। তবে জেতার মতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি ভারতের সামনে।
প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত তোলে ১৫৩। ৯৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৩ উইকেটে ৬২। দ্বিতীয় দিন ৪৯ রান যোগ করার ফাঁকেই আরও ৪ উইকেট হারায়। একে একে ফিরে যান বেডিংহয়াম (‌১১)‌, ভেরেইনে (‌৯)‌, মার্কো জানসেন (‌১১)‌ ও কেশব মহারাজ ৩)‌। মনে হচ্ছিল ১৫০ রানও করতে পারবে না দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত মার্করামের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৭৬ রান তুলতে সমর্থ হয়। ১৭টি ৪ ও ২টি ৬ মেরে ১০৩ বলে ১০৬ রান করে আউট হন মার্করাম।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে গুড়িয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন যশপ্রীত বুমরা। দুরন্ত বোলিং করে ৬১ রানে ৬ উইকেট তুলে নেন তিনি। টেস্টে এই নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৬ উইকেট নিলেন বুমরা। ৫৬ রানে ২ উইকেট নেন মুকেশ কুমার। প্রথম ইনিংসে ভয়ঙ্কর হয়ে ওঠা সিরাজ দ্বিতীয় ইনিংসে মাত্র একটা মাত্র উইকেট ঝুলিতে ভরেন। আর এদিন কাগিসো রাবাডাকে (২)‌ তুলে নিয়ে অভিষেক টেস্টে খাতা খুললেন প্রসিদ্ধ কৃষ্ণ।
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৯ রান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৮ রান করে আউট হন তিনি। ১১ বলে ১০ রান করে রাবাডার বলে বোল্ড হন শুভমান গিল। বিরাট কোহলিও রান পাননি। ১১ বলে ১২ রান করে জানসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হন। এরপর ভারতকে জয়ের দিকে এগিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা (‌২৩ বলে অপরাজিত ২৮)‌ ও শ্রেয়স আয়ার (‌অপরাজিত ৪)‌। মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান তুলে টেস্ট জিতে নেয় ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!