- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৯, ২০২৩
“ইন্ডিয়া” জোটের চতুর্থ বৈঠক আজ, “ইন্ডিয়া” পারবে “এনডিএ” কে পরাস্ত করতে?
আজ ২৬টি বিজেপি বিরোধী “ইন্ডিয়া” জোটের চতুর্থ বৈঠক। বৈঠকের আলোচনাশ গুরুত্ব পাচ্ছে আসন ভাগ, জোটের ভবিষ্যৎ কৌশল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার নীতি কি কার্যকর হবে সব রাজ্যে? এটাই দেখার বিষয়।
২০২৪ -এর লোকসভা নির্বাচনে বিজেপি “ইন্ডিয়া” জেটকে স্বার্থবাদী, সুবিধাবাদী, স্বজনপোষণ, তুষ্টিকরণ জোট বলে সমালোচনা শুরু করেছে প্রথম দিন থেকেই। তবে “ইন্ডিয়া” জোটের প্রথম বৈঠকের দিনই “এনডিএ” জোট বৈঠকে বসেছে। জোট সঙ্গীদের ২০১৪ সালে লোকসভা ভোটে জয়ী হওয়ার পর এভাবে “এনডিএ” বৈঠক হয়নি। তবে যতগুলো শরিক দল নিয়ে “এনডিএ” শুরু হয়েছিল তাদের অনেকেই আজ নরেন্দ্র মোদির হাত ছেড়ে দিয়েছে। এরমধ্যে নীতিশ কুমার অন্যতম।
২০১৪ -র এনডিএ জোটে না থকলেও অটল বিহারী বাজপেয়ীর আমলের এনডিএ জোটের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই এনডিএ আজ অতীত। আজ নরেন্দ্র মোদির এনডিএ জোট নিজেদের ছাড়া সব রাজনৈতিক দলকে, রাজনৈতিক দলের জোটকে দুর্নীতিবাজ বলে গালাগাল দিচ্ছে। পাল্টা বিজেপি বিরোধীরাও নিজেরা কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য শপথ নিয়েছে। এর মধ্যে মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিস্কার, সংসদে স্মোক বম্ব কাণ্ডে এখন অনেকটাই কাছাকাছি এসেছে “ইন্ডিয়া” জোটের শরুকরা। তবে এখনও আঞ্চলিক রাজনীতির বাধ্যবাধকতায় “ইন্ডিয়া” জোটের সব শরিক সব রাজ্যে ঐক্যবদ্ধ হতে পারেনি, পারবেও না, সেটা “ইন্ডিয়া” জোটের নেতানেত্রীরা বিস্তর জানেন। তাই প্রশ্ব থাকছে, “ইন্ডিয়া” পারবে “এনডিএ” কে পরাস্ত করতে?
❤ Support Us