- দে । শ স | হ | জ | পা | ঠ
- জুন ১৭, ২০২৩
অর্থমূল্য ১৩.৪৭ কোটি। ভারতীয় পরিবেশ বিজ্ঞানীকে নেদারল্যাণ্ডের সর্বোচ্চ পুরস্কার

নেদারল্যাণ্ডসে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর অনন্য কীর্তি ! পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে অসামান্য কাজের জন্য ডাচ বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার পেলেন জয়িতা গুপ্ত । আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এ সংবাদে স্বভাবতই খুশি। আনুষ্ঠানিকভাবে আগামী ৪ অক্টোবর তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বিদেশের মাটিতে কোনো দেশীয় মহিলা বিজ্ঞানীর এ এক অভূতপূর্ব সাফল্য।
জয়িতা যে পুরস্কার পাচ্ছেন, তা প্রখ্যাত দার্শনিক স্পিনোজার নামে নামাঙ্কিত। পাশ্চাত্য দর্শনে বিশেষত যুক্তি ও ভাবনার প্রয়োগে তাঁর অবদানকে স্মরণীয় রাখতেই এ পুরস্কারের প্রচলন। পূর্বে বহু স্বনামধন্য বিজ্ঞানী তাঁর আপন প্রতিভায় এ সম্মান অর্জন করেছেন। জয়িতার ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হল না। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ১.৫ মিলিয়ন ইউরো তিনি পাবেন বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করার জন্য। যা ভারতীয় মুদ্রায় কয়েক কোটি টাকা।আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে অসামান্য, অগ্রগামী এবং অনুপ্রেরণামূলক বৈজ্ঞানিক কাজের জন্য জয়িতা গুপ্তকে স্পিনোৎজা পুরষ্কারের পুরস্কৃত করা হয়েছে। এক্ষেত্রে বলা দরকার, এটি হল সে দেশের বিদ্যাচর্চার সর্বোচ্চ পুরস্কার ।নে দারল্যান্ডসে কর্মরত গবেষকদের প্রতি বছর প্রদান করা হয় যারা আন্তর্জাতিক মান অনুযায়ী বিশ্বের সেরা গবেষণা তৈরি করেন।
দিল্লিতে জন্মানো অত্যন্ত কৃতী এ বিজ্ঞানী এখন বায়ুমণ্ডলের স্তর নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা মূলক কাজ করে চলেছেন। সহযোগিতায় রয়েছেন তাঁর বিশ্ববিদ্যালয়ের আরো কয়েক জন ঘনিষ্ঠ সহযোগী। সম্প্রতি, নেচার পত্রিকায় তাঁর গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে। জলবায়ুর পরিবর্তন এ স্তরবিভাজনকে কীভাবে প্রভাবিত করে তাই তাঁর গবেষণার মূল বিষয়বস্তু। ডাচ বিজ্ঞানের নোবেল নামে পরিচিত পুরস্কার প্রাপ্তির সংবাদে আপ্লুত ভারতীয় বৈজ্ঞানিক। বললেন, অত্যন্ত সম্মানিত। অতীতে যে সকল বিজ্ঞানীরা এই পুরষ্কার পেয়েছেন বিজ্ঞানে তাঁদের সেরা কৃতিত্ব প্রশর্দন করে তা অরজন করেছেন । তাঁদের পাশাপাশি আমি এই পুরষ্কার পেয়ে গর্বিত। জয়িতার এ সাফল্যে খুশি তাঁর সহ-গবেষক ও আত্মীয়স্বজনেরা।
❤ Support Us