Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২২, ২০২২

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ধস।শেষ ৫ উইকেট পড়ল মাত্র ১৫ রানে

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ধস।শেষ ৫ উইকেট পড়ল মাত্র ১৫ রানে

চিত্র: সংবাদ সংস্থা

দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে একটা মাত্র পরিবর্তন করে খেলতে নামে ভারত। উইকেটে হালকা ঘাস থাকায় একজন বাড়তি জোরে বোলার খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কুলদীপ যাদবের পরিবর্তে জয়দেব উনাদকাটকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। ১২ বছর পর আবার টেস্ট খেলার সুযোগ পেলেন উনাদকাট। ২০১২ সালে শেষবার তিনি টেস্ট খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কুলদীপকে বসিয়ে উনাদকাটকে খেলানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। তিনি বাদ পড়ায় অনেকেই অবাক।

টস দিতে এদিন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান ওপেনিং জুটিতে তোলে ৩৯। এরপর জাকির হাসান (১৫) কে তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন জয়দেব উনাদকাট। পরের ওভারেই রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্ত (২৪)। এরপর জুটি গড়ে তোলার চেষ্টা করেন মোমিনুল হক এবং অধিনায়ক সাকিব আল হাসান। জুটিতে ওঠে ৪৩ রান। মধ্যাহ্নভোজের বিরতির পরে প্রথম বলেই সাকিবকে (১৬) তুলে নেন উমেশ যাদব। বাংলাদেশের রান তখন ৮২।

এরপর মুশফিকুর রহিম ও মোমিনুল হকের জুটিতে ওঠে ৪৮ রান। মুশফিকুর রহিমকে (২৬) তুলে নিয়ে জুটি ভাঙেন উনাদকাট। ক্রিজে নেমে আক্রমণাত্মক মেজজে ব্যাট করছিলেন লিটন দাস। শেষ পর্যন্ত তিনি ২৬ বলে ২৫ রান করে অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মেহেদী হাসানকে (১৫) উমেশ যাদব তুলে নিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।একসময় বাংলাদেশকে মনে হচ্ছিল বড় রান গড়তে চলেছে। কিন্তু ইনিংসের শেষদিকে হঠাৎ ধস। শেষ ৫ উইকেট পড়ল মাত্র ১৫ রানে। শেষ পর্যন্ত ২২৭ তুলতে সমর্থ হয় বাংলাদেশ। দুরন্ত ব্যাটিং করে ৮৪ রান করে অশ্বিনের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন মোমিনুল হক। ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দুরন্ত বোলিং করে ২৫ রানে ৪ উইকেট তুলে নেন উমেশ যাদব। ৭১ রানে ৪ উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। ৫০ রানে ২ উইকেট নেন জয়দেব উনাদকাট।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৩.৫ ওভারে মাত্র ২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলেছে ১৯ রান। ভারতের হয়ে এদিন দুরন্ত বোলিং করেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।

ব্যাট করতে নেমে দিনের শেষে ৮ ওভারে ১৯ রান তুলেছে ভারত ৩০ বলে ৩ রান করে লোকেশ রাহুল এবং ২০ বলে ১৪ রান করে শুভমান গিল ক্রিজে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!