- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৪, ২০২৪
কুয়েত ম্যাচের জন্য ২৭ জনের দল ঘোষণা স্টিমাকের, বাংলা থেকে সুযোগ মাত্র ২ ফুটবলারের

৬ জুন কুয়েতের বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতয়ী দলের কোচ ইগর স্টিমাক। বাংলা থেকে সুযোগ পেয়েছন মাত্র ২ জন। এরা হলেন শুভাশিস বসু ও রহিম আলি। শুভাশিস খেলেন মোহনবাগানে। আর রহিম আলি খেলেন চেন্নাইন এফসি–তে।
মোট ৩২ জন ফুটবলারকে নিয়ে ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির শুরু করেছিলেন ইগর স্টিমাক। শিবির থেকে ৫ ফুটবলার পূর্বা লাচেনপা, পার্থিব গগৈ, ইমরান খান, মুহাম্মদ হাম্মাদ এবং জিতিন এমএসকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ফুটবলারদের নিয়ে ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির চালাবেন ভারতীয় দলের কোচ। তারপর কলকাতায় এসে আবার শিবির শুরু করবেন।
৫ ফুটবলারকে শিবির থেকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে স্টিমাক বলেন, ‘প্রত্যেকেই দারুণ পেশাদার এবং কঠোর পরিশ্রমী। সবার মধ্যে প্রতিযোগিতা ছিল। বিশেষ করে জিতিন এবং পার্থিবের মধ্যে। পার্থিব ও হাম্মাদ কয়েকদিন আগে সামান্য চোট পেয়েছিলে। ওদের ২ সপ্তাহ বিশ্রামের প্রয়োজন। তাই শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
৬ জুন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। তারপর ১১ জুন কাতারের সাথে গ্রুপ এ–এর শেষ ম্যাচ। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত বর্তমানে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষ দুটি দল ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের রাউন্ড ৩–এর জন্য যোগ্যতা অর্জন করবে এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
কাতার ম্যাচের জন্য ভারতের ২৭ সদস্যের ধোষিত দল:
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার: অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দ্র, নিখিল পূজারি, রাহুল ভেকে, শুভাশিস বোস।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, এডমন্ড লালরিন্দিকা, জিকসন সিং থাউনাওজাম, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নওরেম, নন্দকুমার সেকার, সাহল আবদুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ডেভিড লালহলানসাঙ্গা, মনভীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।
❤ Support Us