Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৮, ২০২২

ভারতের সুপারমমের মৃত্যু।পশুপ্রেমীরা শোকস্তব্ধ। হিন্দুরিতীতে শেষকৃত্য।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের সুপারমমের মৃত্যু।পশুপ্রেমীরা শোকস্তব্ধ। হিন্দুরিতীতে শেষকৃত্য।

ভারতের সুপারমম বাঘিনীর মৃত্যু। ২৯টি শাবকের জন্ম দায়িনী । পশুপ্রেমীরা শোকস্তব্ধ । মধ্য ভারতের পেঞ্চ টাইগার রিজার্ভে বাঘিনীটি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিল। সোমবার পার্কের প্রধান অশোক কুমার মিশ্র বলেছেন, একটি মা বাঘের পক্ষে ২৯ সন্তানের জন্ম দেওয়া খুবই দুর্লভ ব্যাপার । মৃত্যু কালে সুপারমমের বয়স হয়েছিল ১৬ । তাকে পার্কের কর্মীরা ‘কলারওয়ালি’ নামে ডাকত । ২০০৮ সালে প্রথম তার গলাতেই রেডিও-কলার পড়ানো হয় ।

সুন্দর ও লাবণ্যময় চেহারার বাঘিনীটিকে দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকত । তাকে বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা বাঘ হিসাবে বর্ণনা করা হয় ।
হিন্দু রীতি অনুযায়ী তার শেষকূত্য সম্পন্ন হল । কেউ কেউ মালা পরিয়েছেন, কেউ আবার হাত জোড় শ্রদ্ধা জানিয়েছেন ।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চোহান ‘কলারওয়ালি’ মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, বাঘের জনসংখ্যা বজায় রাখতে এই বাঘিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
বিশ্বের ৭৫ শতাংশ বাঘ ভারতে বাস করে । ২০১৮ সালের আদমশুমারি অনুযায়ী দেশে বাঘের সংখ্যা ২৯৬৭।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!