Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৮, ২০২৩

এশিয়ান প্যারা গেমসে ১১১ পদক জিতে ইতিহাস ভারতের, অ্যাথলিটদর অভিনন্দন নরেন্দ্র মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান প্যারা গেমসে ১১১ পদক জিতে ইতিহাস ভারতের, অ্যাথলিটদর অভিনন্দন নরেন্দ্র মোদির

এশিয়ান গেমসে ১০৭টি পদক জিতে রেকর্ড গড়েছিল ভারত। এশিয়ান প্যারা গেমসেও অনন্য নজির তৈরি করলেন প্যারা অ্যাথলিটরা। ১১১ টি পদক জিতে পদক তালিকায় পঞ্চম স্থানে শেষ করল ভারত। দেশের মুখ উজ্জ্বল করার জন্য প্যারা অ্যাথলিটদের ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার ৯৯টি পদক জিতে তালিকায় ষষ্ঠ স্থানে ছিল ভারত। পদকের সেঞ্চুরি ছিল সময়ের অপেক্ষা। শনিবার প্রতিযোগিতার শেষ দিনের শুরুতেই সেঞ্চুরির মাইলস্টোনে পৌঁছে যায় ভারত। আর সঙ্গে সঙ্গে তৈরি হয় ইতিহাস। দেশকে শততম পদক এনে দেন দিলীপ মহাদু গাভিত। পুরুষদের ৪০০ মিটার টি ৪৭ ইভেন্টে সোনা জেতেন তিনি।
দিলীপ মহাদু সোনা জেতার পরপরই ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘‌এশিয়ান প্যারা গেমসে ১০০ পদক আমাদের কাছে দারুন আনন্দের মুহূর্ত। এই সাফল্য দেশের ক্রীড়াবিদদের মেধা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। অ্যাথলিটরা আমাদের হৃদয়কে গর্বিত করেছে। সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।’‌
শেষ দিনে পুরুষদের দাবার ব্যক্তিগত বি ১ ক্যাটাগরিতে দেশকে সোনা এনে দেন দর্পণ ইরানি। এই বিভাগে রুপো জিতেছেন সৌন্দর্য প্রধান। এছাড়াও বি ১ ক্যাটাগরিতে দলগত বিভাগেও সোনা জিতেছে ভারত। মহিলাদের বি ১ দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছে ভারত। মহিলাদের টি২০ ইভেন্টে ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছে পূজা। রোয়িংয়ে এসেছে রুপো। পুরুষদের এফ ৫৫ জ্যাভেলিন থ্রো–তে সোনা জিতেছেন নীরজ যাদব, ব্রোঞ্জ জিতেছেন টেক চাঁদ।
ভারতের ঘরে এসেছে মোট ১১১ টি পদক। এর মধ্যে ২৯ টি সোনা, ৩১ টি রুপো ও ৫১ টি ব্রোঞ্জ। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ৭২টি পদক জিতেছিল ভারত। পদক তালিকার শীর্ষে রয়েছে চীন। তাদের ঝুলিতে মোট পদক ৫২১ টি পদক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!