Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৪

আনমোলের হাত ধরে এশিয়া ব্যাডমিন্টনে ইতিহাস ভারতীয় মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
আনমোলের হাত ধরে এশিয়া ব্যাডমিন্টনে ইতিহাস ভারতীয় মহিলা দলের

সাইনা নেহাল, পিভি সিন্ধুদের যোগ্য উত্তরসূরী কি পেয়ে গেল ভারত?‌ আরমোল খার্বকে দেখে কিন্তু সেকথা অনায়াসে বলা যেতেই পারে। দেশের নতুন তারকার দুরন্ত পারফরমেন্সে মালয়েশিয়ার সেলাঙ্গারে ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। থাইল্যান্ডকে ৩–২ ব্যবধানে হারিয়ে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো সোনা জিতল।
গ্রুপ পর্যায় থেকে ফাইনালে, প্রতিটা পর্বেই দুরন্ত পারফরমেন্স উপহার দিয়েছে ভারতীয় মহিলা দল। চিন, হংকং, জাপানের মতো শক্তিশালী দলগুলিকে হারিয়ে ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে বাজিমাত। ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে পিভি সিন্ধু, আনমোল খার্বদের বীরত্বের কাহিনী। লেখা থাকবে আনমোলের মতো প্রতিভার উঠে আসার কথা।
সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে সিঙ্গলস ও ডাবলসে হেরেছিলেন পিভি সিন্ধু। ফাইনালে থাইল্যাডের বিরুদ্ধে সোনা জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিলেন দেশের এই একনম্বর তারকাই। প্রথম সিঙ্গলসে মাত্র ৩৯ মিনিটের লড়াইয়ে উড়িয়ে দেন সুপানিন্দা কাথেংকে। ২১–১২, ২১–১২ ব্যবধানে জেতেন সিন্ধু। ডাবলসে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জুটি ২১–১৬, ১৮–২১, ২১–১৬ ব্যবধানে জংকলফাম কিতিথারকুল–রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে হারিয়ে ভারতকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয় সিঙ্গলসে ধাক্কা খায় ভারত। বুসানান ওবামরুংফাম ২১–১১, ২১–১৪ ব্যবধানে অস্মিতা চাহিলাকে হারিয়ে ব্যবধান কমান। এরপর দ্বিতীয় ডাবলসে প্রিয়া ও শ্রুতি জুটিও হেরে যান। ম্যাচের ফল দাঁড়ায় ২–২। এরপর পঞ্চম তথা নির্ণায়ক ম্যাচে ১৭ বছর বয়সী আনমোল খার্বা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৭২ নম্বরে থাকা আনমোল বড় মঞ্চে স্নায়ু ধরে রেখে অবিশ্বাস্য খেলে বিশ্বের ৪৫ নম্বর পর্নপিচা চোইকিওংকে ২১–১১, ২১–১৪ ব্যবধানে হারিয়ে ইতিহাস তৈরি করেন হরিয়ানার ফরিদাবাদের এই উঠতি তারকা।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!