Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৫, ২০২৪

ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৯৯ রান। জিতলে ইতিহাস তৈরি করত ইংল্যান্ড। ব্যর্থ বেন স্টোকসরা। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ২৯২ রানে। বিশাখাপত্তনমে ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নিলেন যশপ্রীত বুমরা। ম্যাচে ৯ উইকেট দখল করলেন তিনি।

আগের দিনের ১ উইকেটে ৬৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলতে নামে ইংল্যান্ড। এদিন ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ২৩ রান করে আউট হন রেহান আমেদ। ১৩২ রানের মাথায় ফিরে যান অলি পোপ (২৩)। জো রুটও (১৬) দলকে নির্ভরতা দিতে পারেননি। ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো।

মধ্যাহ্নভোজের বিরতির পর জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে ইংল্যান্ড। পরপর ফিরে যান জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৩২ বলে ৭৮ রান করে আউট হন ক্রলি। ২৬ রান করে আউট হন বেয়ারস্টো। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৪ রানে। বিরতির পর বাকি ৪ উইকেট হারায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে।  স্টোকস করেন ১১, বেন ফোকস ৩৬, টম হার্টলি ৩৬। জেমস অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৫ রানে। ৪৬ রানে ৩ উইকেট নেন বুমরা। ৭২ রানে ৩ উইকেট অশ্বিনের। মুকেশ কুমার, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট নেন। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!