Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৮, ২০২৩

জয়ের হ্যাটট্রিক সেরে আজই সিরিজ জিততে মরিয়া সূর্যকুমার যাদবরা

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়ের হ্যাটট্রিক সেরে আজই সিরিজ জিততে মরিয়া সূর্যকুমার যাদবরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ টি২০ সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম দুটি ম্যাচ জেতায় আজই সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার কাছে আজ সিরিজ বাঁচানোর লড়াই। দেশকে এই প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। জয়ের হ্যাটট্রিক সেরে আজই সিরিজ পকেটে পুরে ফেলতে মরিয়া তিনি।
দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের তরুণ ব্যাটাররা। প্রথম টি২০ ম্যাচে রান তাড়া করতে নেমে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারে প্রথম তিনজন ব্যাটারই হাফ সেঞ্চুরি করেছিলেন। ফিনিশার হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন রিঙ্কু সিং। ফলে ব্যাটিং নিয়ে চিন্তা নেই ভারতের।
বোলিং নিয়ে অবশ্য কিছুটা চিন্তা থেকেই গেছে। প্রথম দুটি ম্যাচে প্রচুর রান দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং। অর্শদীপ সিং দুটি ম্যাচ মিলিয়ে ৮ ওভারে ৮৭ রান দিয়েছেন। তাঁকে নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে আজ প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম।  দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোইয়ের পারফরম্যান্স সন্তোষজনক। ডেথ ওভারে মুকেশ কুমারও ওভারও ভরসা দিচ্ছেন। আজ সিরিজ জিতে গেলে বাকি দুটি ম্যাচে পরীক্ষা–নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারত। বাকি দুটি ম্যাচে শিবম দুবেকে দেখে নেওয়া যেতে পারে। তবে পরের দুটি ম্যাচে তিলক ভার্মার পরিবর্তে শ্রেয়স আয়ার দলে ঢুকবেন।
৫ ম্যাচের সিরিজের প্রতিটা ম্যাচই এখন অস্ট্রেলিয়ার কাছে ডু অর ডাই। আজ জিতে সিরিজ বাঁচিয়ে রাখতে মরিয়া ম্যাথু ওয়েডরা। অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশে আজ পরিবর্তন হতে পারে। দ্বিতীয় ম্যাচে জেসন বেহরেনডর্ফকে খেলানো হয়নি। টি ২০ বিশ্বকাপের কথা ভেবে অ্যাডাম জাম্পা ও তনভীর সাঙ্ঘাকে খেলিয়েছে অজিরা। এই দুই স্পিনারকে কাল খেলানো হলে শন অ্যাবটের জায়গায় বেহরেনডর্ফকে দেখা যেতে পারে। বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেডও আজ সিরিজ বাঁচাতে মাঠে নামতে পারেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:‌ যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ:‌  স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট বা ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যাডাম জাম্পা, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ বা শন অ্যাবট, তনভীর সাঙ্ঘা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!