- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৭, ২০২৪
শেষ মুহূর্তে গোল, ইতিহাস গড়া হল না ভারতীয় মহিলা ফুটবল দলের
অল্পের জন্য ইতিহাস গড়া হল না ভারতীয় মহিলা ফুটবল দলের। এশিয়ান ফুটবল ফেডারেশনের বাইরে প্রথম ট্রফি জেতার সুযোগ ছিল। কিন্তু কাজে লাগাতে পারলেন না মণীষারা। তুরস্কের আলানিয়ার গোল্ড সিটি কমপ্লেক্সে কসোভোর বিরুদ্ধে তুর্কি মহিলা কাপে রাউন্ড–রবিন লিগের শেষ ম্যাচে কসোভোর বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও ইনজুরি সময়ে গোল খেয়ে চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ হল না ভারতীয় দলের।
২ ম্যাচে ৬ পয়েন্ট করে নিয়ে এদিন রাউন্ড–রবিন লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভারত ও কসোভো। চ্যাম্পিয়ন হতে গেলে ভারতকে জিততেই হত। অন্যদিকে, ড্র করলেই চলত কসোভোর। ভারতীয় দল এদিন দারুণ ফুটবল খেললেও গোল তুলে নিতে পারেনি।
প্রথমার্ধের সেরা সুযোগ পেয়এছিলেন সৌমিয়া গুগুলথ। ১৫ মিনিটের মাথায় ইন্দুমাথি কাথিরেসানের কাছ থেকে ৬ গজ বক্সের মধ্যে বল পেয়েও জালে রাখতে পারেননি। সরাসরি কসোভোর গোলকিপারের গায়ে মারেন। ৩৮ মিনিটে মনীশার দুর্দান্ত ফ্রিকিক বাঁচান কসোভোর গোলকিপার। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আরও একটা সুযোগ পেয়েছিলেন মনীশা। কিন্তু তিনকাঠিতে বল রাখতে পারেননি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতিআক্রমণে খেলা দারুণ জমে উঠেছিল। কসোভো গোলের জন্য আক্রমণে চাপ বাড়ায়। ভারতীয় রক্ষণ মজবুত থাকায় গোল তুলে নিতে পারছিল না। এর মাঠেই মনীশার সেন্টারে ফাঁকা গোলে বল রাখতে পারেননি সৌমিয়া। শেষ দিকে জয়ের জন্য ভারত মরিয়া হয়ে ওঠে। সেই ফাঁকে বেশ কয়েকটা সুযোগ পায় কসোভো। ভারতীয় গোলকিপার পান্থোই চানু শেষ কয়েক মিনিটে কয়েকটা সেভ করেন। তবে, ইনজুরি সময়ের ২ মিনিটে তিনি আর দূর্গ রক্ষা করতে পারেননি। এরেলেতা মেমেতি গোল করে কসোভোকে জয় এনে দেন। ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন কসোভো। ৬ পয়েন্ট পেয়ে রানার্স ভারত। ভারতের মনীষা কল্যাণ টুর্নামেন্টের সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন।
❤ Support Us