- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৩, ২০২৩
তাসখন্দে ৩ পদক জিতে ইতিহাস গড়ল ভারত। তবে ব্রোঞ্জেই আটকে থাকল নিশান্তদের স্বপ্ন

স্বপ্ন দেখেছিলেন নিশান্ত দেব, দীপক কুমার, মহম্মদ হাসিমুদ্দিনরা। কিন্তু স্বপ্ন বাস্তবায়িত করতে পারলেন না। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে বিজেন্দ্র সিং, শিবা থাপা, বিকাশ কিষাণদের দেখানো পথেই হাঁটলেন তিন ভারতীয় বক্সার। ব্রোঞ্জ জিতেই পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্মরণীয় অভিযান শেষ হল নিশান্ত দেবদের। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনটি ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।
৫১ কেজি বিভাগের সেমিফাইনালে দীপক কুমার ফ্রান্সের বিলাল বেন্নামার কাছে হেরে যান। দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত বিচারকদের সিদ্ধান্তে ৩–৪ ব্যবধানে হারেন। প্রথম রাউন্ডে হারের পর দারুণভাবে ফিরে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি।
৭১ কেজি বিভাগে এশিয়ান চ্যাম্পিয়ন কাজাখস্তানের আসলানবেক শ্যামবারজেনভের বিরুদ্ধেও দুর্দান্ত লড়াই করেন। কিন্তু শেষ পর্যন্ত ২–৫ ব্যবধানে তিনি হেরে যান। ২২ বছ বয়সী এই ভারতীয় বক্সার আগ্রাসী মানসিকতার সঙ্গে দারুণ দক্ষতা দেখিয়েছিলেন। কিন্তু ফাইনালে পৌঁছনোর জন্য তা যথেষ্ট ছিল না।
কমনওয়েলথ গেমসের দু’বারের ব্রোঞ্জজয়ী মহম্মদ হাসিমুদ্ধিন ৫৭ কেজি হাঁটুতে চোট পেয়ে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তিনি ওয়াকওভার দেন। তাসখন্দে ভারতীয় বক্সাররা ইতিহাস তৈরি করেছে। কারণ ভারত প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপে একসঙ্গে ৩টি পদক জিতেছে।
❤ Support Us