Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ১৮, ২০২২

আবার চিন্তা বাড়াচ্ছে করোনা। একদিনে আক্রান্ত ২,১৮৩, মৃত ২১৪ ।

মোট সক্রিয় সংক্রমণ কমে হয়েছে ১১,৫৪২ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার চিন্তা বাড়াচ্ছে করোনা। একদিনে আক্রান্ত ২,১৮৩, মৃত ২১৪ ।

আবার বাড়ছে আক্রান্তের সংখ্যা । সোমবার দেশে একদিনে ২,১৮৩টি কোভিড সংক্রমণের ঘটনার কথা জানা গেছে। এরফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৩০,৪৪,২৮০।গত ২৪ ঘণ্টায় দেশে ২১৪ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫,২১,৯৬৫। এই খবর জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।দিল্লি-সহ কয়েকটি রাজ্যের দৈনিক পরিসংখ্যান গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিশেষ করে রাজধানী দিল্লির অবস্থা রীতিমতো চিন্তার। গত ২ সপ্তাহে রাজধানীতে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। দিল্লির সঙ্গে পাল্লা দেওয়া শুরু করেছে আরও একাধিক রাজ্য। যার জেরে দীর্ঘদিন বাদে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেড়ে ২ হাজারেরও উপরে চলে গিয়েছে। আরও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৫১৭ জন। যা আগের দিনের থেকে ১২ শতাংশ বেশি। চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। আপাতত দেশে অ্যাকটিভ কেস হয়েছে ১১ হাজার ৫৪২।

তবে সবচেয়ে উদ্বেগের পরিসংখ্যান সম্ভবত গত ২৪ ঘণ্টার মৃতের সংখ্যা। দিন কয়েক আগেই দেশের দৈনিক মৃত্যু নেমে এসেছিল এক অঙ্কে। সেটাই এদিন বেড়ে হয়েছে ২১৪ জন। যা আগের দিনই ছিল মাত্র ৪ জন। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৮৫ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৫৪ লক্ষের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ২ লক্ষের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, দিল্লিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষায়। সার্বিকভাবে পরীক্ষার হার বাড়ানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৬১ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় কোভিড ১৯ সক্রিয় সংক্রমণে ১৬টি ঘটনা কম রেকর্ড করা হয়েছ। দৈনিক সংক্রমণের হার হয়েছে ০.৮৩ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার হয়েছে ০.৩২ শতাংশ। রোগমুক্তি ঘটেছে মোট ৪,২৫,১০,৭৭৩ জনের। এছাড়াও দেশের মৃত্যুর হার ১.২১ শতাংশ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!