Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৩

পাক বিদেশ মন্ত্রকে দিল্লির আমন্ত্রণ পত্র, বিলাওয়াল ভুট্টোকে গোয়ায় অভ্যর্থনা জানাবে ভারত। ইসলামাবাদের সাড়া মেলেনি এখনও।

দাদু আর মায়ের পথে কতটা পা বাড়াবেন বিলাওয়াল?

আরম্ভ ওয়েব ডেস্ক
পাক বিদেশ মন্ত্রকে দিল্লির আমন্ত্রণ পত্র, বিলাওয়াল ভুট্টোকে গোয়ায় অভ্যর্থনা জানাবে  ভারত। ইসলামাবাদের সাড়া মেলেনি এখনও।

দিল্লির আমন্ত্রণে গোয়ায় আসতে পারেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো। প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতি এবং বেনজির ভুট্টোর পুত্র। এটাই মন্ত্রী হিসেবে ভারতে তাঁর প্রথম সফর। স্মার্ট, উচ্চ শিক্ষিত আর রুচি সম্পন্ন তরুণ। ধমনীতে সিন্ধু সভ্যতার ঐতিহ্য। ভারতের প্রতি তাঁর স্বাভাবিক টান সুবিদিত। লালকৃষ্ণ আদবানি আর ভুট্টো পরিবার একই সিন্ধু প্রদেশের বাসিন্দা। মোদি জমানায় পাকিস্তানের অন্য কোনো বিদেশ মন্ত্রী ভারতে আসেননি। এদিক থেকে বিলাওয়ালের সম্ভাবনায় সফরের গুরুত্ব অপরিসীম। তাঁকে গোয়ায় আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে ভারত। সাংহাই কো অর্পারেশান অর্গানাইজেশনের আসন্ন বৈঠকে যোগ দিতে বিলাওয়ালকে আমন্ত্রণ জানিয়েছে নয়া দিল্লি। বিলাওয়াল আসবেন কিনা তা নিশ্চিত নয়। এব্যাপারে এখনও মুখ খোলেনি পাক বিদেশ মন্ত্রক।

মে মাসের শুরুতে গোয়ায় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা। যোগ দেবেন সদস্যভুক্ত বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রী ও প্রধান বিচারপতিরা। এই উপলক্ষে ভারতীয় হাই কমিশনাররের পক্ষ থেকে বিলাওয়ালকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিলাওয়াল ছাড়াও পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালও আসতে পারেন।  চিনের বিদেশ মন্ত্রী চিং গ্যাং কেও ভারত আমন্ত্রণ জানিয়েছে। আগামী মাস থেকে শুরু হবে সংগঠনের বিভিন্ন স্তরের বৈঠক। ভারত, চিন ও পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্য হল রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!