Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২, ২০২৪

বোলারদের দাপটে ম্যাচে ফিরল ভারত, মুম্বইয়ে জিতে মান বাঁচানোর সুযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
বোলারদের দাপটে ম্যাচে ফিরল ভারত, মুম্বইয়ে জিতে মান বাঁচানোর সুযোগ

৭৮ রানে ১ উইকেট। সেখান থেকে ৮৬/‌৪। দিনের শেষ বেলায় দ্রুত ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারত যে চাপে পড়ে গিয়েছিল, শুভমান গিল ও ঋষভ পন্থের ব্যাটিংয়ে কিছুটা চাপমুক্ত। তবে খুব বেশি এগিয়ে যেতে পারল না ভারত। নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ ২৬৩ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড তুলেছে ৯ উইকেটে ১৭১। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে ১৪৩ রানে। মুম্বইয়ে জিতে মান বাঁচানোর সুযোগ ভারতের সামনে।

আগের দিনের ৪ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান অপরাজিত ছিলেন ৩১ রানে। অন্যদিকে, ঋষভ পন্থ অপরাজিত ছিলেন ১ রানে। ভারতের প্রথম ইনিংসে এগিয়ে যাওয়াটা এই জুটির ওপর অনেটাই নির্ভর করছিল। শুভমান সতর্ক থাকলেও স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গীতে ব্যাটিং করছিলেন ঋষভ। শেষ পর্যন্ত ইস সোধি জুটি ভাঙেন। ৫৯ বলে ৬০ রান সোধির বলে এলবিডব্লিউ হন ঋষভ। ভারতের রান তখন ১৮০।

ঋষভ আউট হওয়ার পর রবীন্দ্র জাদেজা ও শুভমানের ওপর দায়িত্ব ছিল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। ১৪ রান করে গ্লেন ফিলিপসের বলে আউট হন জাদেজা। সরফরাজ খান আবার ব্যর্থ। কোনও রান না করেই আজাজ প্যাটেলের বলে তিনি আউট হন। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তারপর থেকেই ধারাবাহিকতার অভাব। একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমান গিল। কিন্তু সেঞ্চুরির মুখ থেকে ফিরলেন এই ভারতীয় ব্যাটার। ১৪৬ বলে ৯০ রান করে তিনি আজাজ প্যাটেলের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অশ্বিনও (‌৩)‌ দ্রুত ফেরেন। ২৪৭ রানে নবম উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ২৬৩ রানে গুটিয়ে যায়। ৩৮ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর। ১০৩ রানে ৫ উইকেট নেন আজাজ প্যাটেল।

২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পঞ্চম বলে কিউয়ি অধিনায়ক টম লাথামের (‌১)‌ স্টাম্প ছিটকে দেন আকাশ দীপ। এরপর শুরু হয় স্পিনারদের দাপট। কনওয়েকে (‌২২)‌ ফেরান ওয়াশিংটন সুন্দর। রাচিন রবীন্দ্র (‌৪)‌ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। টম ব্লান্ডেলও (‌৪)‌ রান পাননি। ড্যারিল মিচেল করেন ২১, গ্লেন ফিলিপস ২৬। একা লড়াই করেন উইল ইয়ং। ৫১ রান করে তিনি আউট হন। দিনের শেষ বলে আউট হন ম্যাট হেনরি (‌১০)‌। ৫২ রানে ৪ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, ৬৩ রানে ৩ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!