- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৮, ২০২৪
সেমিফাইনালে সাডেন ডেথে জার্মানির কাছে হার, অলিম্পিকের ছাড়পত্রের জন্য ভারতীয় মহিলা দলের অপেক্ষা বাড়ল
বৃহস্পতিবার জার্মানির বিরুদ্ধে জিতলে এদিনই এসে যেত প্যারিস অলিম্পিকের ছাড়পত্র। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় অধরা থেকে গেল ভারতের। নির্ধারিত সময়ে খেলার পল ছিল ২–২। সাডেন ডেথে ভারতকে ৪–৩ ব্যবধানে হারিয়ে মহিলাদের প্যারিস অলিম্পিক যোগ্যতাঅর্জন প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল জার্মানি। একই সঙ্গে অলিম্পিকের টিকিট নিশ্চিত করল। অলিম্পিকের ছাড়পত্রের জন্য ভারতকে তৃতীয় স্থান নির্ধারনের ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে হবে। অন্য সেমিফাইনালে জাপানকে ২–১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি অলিম্পিকের টিকিট জোগাড় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মহিলাদের হকির অলিম্পিক যোগ্যতাঅর্জন প্রতিযোগিতায় গ্রুপ লিগের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১–০ ব্যবধানে হেরেছিল ভারত। পরের দুটি ম্যাচে নিউজিল্যান্ডকে ৩–১ ও ইতালিকে ৫–১ ব্যবধানে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পান সবিতারা। সেমিফাইনালে এদিন জার্মানির বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত।
ধারেভারে ও পরিসংখ্যানের দিক দিয়ে ভারতের থেকে জার্মানি অনেকটাই এগিয়ে। তাসত্ত্বেও কুঁকড়ে থাকেননি সেলিমা টেটে, সবিতা, নবনীত, উদিতারা। যদিও ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল জার্মানি। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন দীপিকা। ২৭ মিনিটে ফিল্ড গোল থেকে সমতা ফেরান জার্মানির শার্লট স্টাপেনহোর্স্ট। প্রথমার্ধের ফল থাকে ১–১।
ম্যাচের ৫৭ মিনিটে সোনিকার ভুলে ভারতের ডি বক্সের মধ্যে বল পেয়ে যান স্টাপেনহোর্স্ট। দারুণ হিটে তিনি জার্মানিকে এগিয়ে দেন। জার্মানি যখন নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে, সেই মুহূর্তে ম্যাচের ৫৯ মিনিটে সমতা ফেরান ইশিকা। ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউটে দুই দলই তিনটি করে গোল করে। ভারতের হয়ে গোল তিনটি করেন সঙ্গীতা, সোনিকা ও লালরেমসিয়ামি। পেনাল্টি শুট আউটে ফয়সালা না হওয়ায় সাডেন ডেথের আশ্রয় নেওয়া হয়।
ভারতীয় মহিলা হকি দলের অলিম্পিকের আশা এখনও শেষ হয়নি। তৃতীয় স্থানের ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। জিতলেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পাবে ভারত।
❤ Support Us