শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
প্রথম দুটি ম্যাচ দিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরপর দুটি ম্যাচ জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। যদিও সিরিজে সমতা ফিরিয়েও শেষরক্ষা করতে পারল না হার্দিক পান্ডিয়ার দল। পঞ্চম তথা শেষ ম্যাচে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে টি২০ সিরিজ ৩–২ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৭ সালের পর এই প্রথম ভারতকে টি২০ সিরিজে হারাল ক্যারিবিয়ানরা।
ফ্লোরিডার লাউডারহিলে শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আগের ম্যাচে দুর্দান্ত শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। কিন্তু সিরিজ নির্ণায়ক ম্যাচে দুজনই ব্যর্থ। যশস্বী ৫ ও শুভমান ৯ রান করে আউট হন। এরপর ভারতকে টেনে নিয়ে যান সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ১৮ বলে ২৭ রান করে আউট হন তিলক। সঞ্জু স্যামসন (৯ বলে ১৩), হার্দিক পান্ডিয়া (১৮ বলে ১৪), অক্ষর প্যাটেলরা (১০ বলে ১৩) ব্যর্থ হওয়ায় ভারতের বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায়। সূর্যকুমারের সৌজন্যেই ভারত ২০ ওভারে ১৬৫/৯ রামন তোলে। ৪৫ বলে ৬১ রান করেন সূর্যকুমার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ৩১ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। কাইল মেয়ার্সকে (৫ বলে ১০) তুলে নেন অর্শদীপ সিং। এরপর ওয়েস্ট ইন্ডিজকে টেনে নিয়ে যান ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান। বৃষ্টি ও বজ্রপাতের জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টির সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১২.৩ ওভারে ১ উইকেটে ১১৭। আবার খেলা শুরু হওয়ার পরপরই আউট হন নিকোলাস পুরান। ৩৫ বলে তিনি করেন ৪৭। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিং। পুরান আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কিং ও শে হোপ। ১৮ ওভারে ১৭১/২ তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন কিং। ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন শে হোপ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34