- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৩০, ২০২২
তৃতীয় ম্যাচেও ব্যাঘাত ঘটাল বৃষ্টি, একদিনের সিরিজ নিউজিল্যান্ডের

চিত্র: বিসিসিআই টুইটার পেজ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটে উড়িয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ভারতের কাছে তৃতীয় ম্যাচ ছিল সিরিজে সমতা ফেরানোর লড়াই। তৃতীয় ম্যাচেও ব্যাঘাত ঘটালো বৃষ্টি। বৃষ্টির জন্য ম্যাচ মাঝপথে ভেস্তে গেল। ফলে একদিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজে হারের মধুর প্রতিশোধ নিল কিউইরা। প্রথমে ব্যাট করে ভারত ৪৯.৩ ওভারে ২১৯ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান তোলার পর বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি না থামায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে।
সিরিজ বাঁচানোর এদিন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। টপ অর্ডারের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। প্রথমে ব্যাট করে এদিন কিউয়িদের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ব্যর্থ হয় ভারত। ওপেনিং জুটিতে এদিন তোলে মাত্র ৩৯ রান। নবম ওভারের চতুর্থ বলে ভারত প্রথম উইকেট হারায়। শুভমান গিল ২২ বলে ১৩ রান কতে আউট হন। বড় রান করতে ব্যর্থ হন অধিনায়ক শিখর ধাওয়ানও। ৪৫ বলে ২৮ রান করেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবও ব্যর্থ। ঋষভকে (১০) তুলে নেন ড্যারিল মিচেল। অন্যদিকে সূর্যকুমারকে (৬) ফিরিয়ে ভারতের মিডল অর্ডারে ধস নামান অ্যাডাম মিলনে।
কিউয়ি বোলারদের বিরুদ্ধে লড়াই করছিলেন শ্রেয়স আয়ার। তাঁকে তুলে নিয়ে ভারতের বড় রানের স্বপ্ন চুরমার করে দেন লকি ফার্গুসন। ৫৯ বলে ৪৯ রান করে তিনি ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দীপক হুডা ও দীপক চাহার দুজনেই ১২ রান করে করেন। শেষদিকে কিছুটা লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। তিনিই ভারতকে ২০০ রানের গন্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ভারত ৪৯.৩ ওভারে তোলে ২১৯। ৬৪ বলে ৫১ রান করে আউট হন ওয়াশিংটন সুন্দর। দুরন্ত বোলিং করে ২৫ রানে ৩ উইকেট নেন ড্যারিল মিচেল। ৫৭ রানে ৩ উইকেট নেন অ্যাডাম মিলনে।
জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল নিউজিল্যান্ড। বোলিং সহায়ক উইকেটে উইকেটের সুবিধা কাজে লাগাতে পারেননি অর্শদীপ সিং, উমরান মালিক দীপক চাহার। ওপেনিং জুটিতেই ৯৭ রান তুলে ফেলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ১৭তম ওভারের তৃতীয় বলে অ্যালেনকে তুলে নিয়ে জুটি ভাঙেন উমরান মালিক। ৫৪ বলে ৫৭ রান করে তিনি সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় কনওয়ে ৩৮ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি না হলে ভারত অবশ্য হেরেই যেত।
❤ Support Us