Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২১, ২০২৩

কাতারের কাছে ৩–০ ব্যবধানে হারতে হল সুনীল ছেত্রীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
কাতারের কাছে ৩–০ ব্যবধানে হারতে হল সুনীল ছেত্রীদের

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ লিগের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতলেও কাতারের বিরুদ্ধে খুব বেশি প্রত্যাশা করেননি ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক। কারণ শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই এগিয়ে কাতার। সেই দলের কাছে ৩–০ ব্যবধানে হারতে হল ভারতকে। সুনীল ছেত্রীদের কাছে এই হার সম্মানজনকই বলতে হবে।

ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর ঝাঁপিয়ে পড়েছিল কাতার। ২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল কাতারের সামনে। সহজ সুযোগ নষ্ট করেন আক্রাম আফিফ। পরের মিনিটে আবার সুযোগ এসে গিয়েছিল। সে যাত্রায় ভারতকে বাঁচান রাহুল ভেকে। তবে গোলের জন্য কাতারকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৪ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোল করে কাতারকে এগিয়ে দেন মুস্তাফা মিশাল।

এগিয়ে যাওয়ার পর আক্রমণে ঝড় তোলে কাতার। আফিফ, মুস্তাফারা একের পর আক্রমণ তুলে নিয়ে আসছিলেন ভারতীয় বক্সে। কাতারের আক্রমণের সামনে বেসামাল হয়ে পড়েছিল ভারতীয় রক্ষণ। এরপর ধীরে ধীরে খেলায় ফেরে ভারত। সমানে সমানে টক্কর দিতে থাকেন অনিরুদ্ধ থাপারা। এর মাঝেই ২২ মিনিটে ব্যবধান বাড়াতে পারত কাতার। আফিফের শট দুর্দান্তভাবে বাঁচিয়ে সে যাত্রা রক্ষা করেন ভারতীয় দলের গোলকিপার অমরিন্দার সিং। ৩১ মিনিটে আরও একটা নিশ্চিত গোল বাঁচান তিনি। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। বক্সের মধ্যে বল সাজিয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। সুবিধাজনক জায়গা থেকে বল বারের ওপর দিয়ে উড়িয়ে দেন আপুইয়া। ৪০ মিনিটে আরও একটা সুযোগ এসেছিল। ছাংতে বল জালে রাখতে পারেননি।

প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও শুরু করেছিল কাতার। ৪৬ মিনিটেই দ্বিতীয় গোল তুলে নেয়। খোওকির কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শট নেন আক্রাম। বল গোলকিপার অমরিন্দারের হাত থেকে ছিটকে বেরিয়ে আসে। সেই বল গোলে পাঠান আলমোয়েজ আলি। ৬৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। সাহালের শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। ৮৬ মিনিটে হেডে কাতারের হয়ে তৃতীয় গোলটি করেন ইউসুফ আবদুরিসাগ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!