Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৯, ২০২৩

২০৩৪ ফুটবল বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
২০৩৪ ফুটবল বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভারতের

২০৩৪ ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে ভারতে?‌ কথাটা শুনে চমকে যাওয়ার কিছু নেই। এমন ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতীয় ফুটবলপ্রেমীদের দেশের মাঠে বসে বিশ্বকাপ দেখার সুযোগ এনে দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে ২০৩৪ বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে সভাপতি কল্যান চৌবে।
সৌদি আরবে বসবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আসর। মোটামুটি ব্যাপারটা নিশ্চিত হয়ে গেছে। শুধুমাত্র ফিফার সরকারীভাবে শিলমোহর দেওয়া বাকি। ফিফা আগেই ঘোষণা করেছিল ২০৩৪ বিশ্বকাপ এশিয়া কিংবা ওশেনিয়া মহাদেশে অনুষ্ঠিত হবে। আয়োজনের জন্য ইউরোপ, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা মহাদেশের কোনও দেশ আবেদন করতে পারবে না।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের বৈঠকে ঠিক হয়েছিল এশিয়া থেকে সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য নিলামে অংশ নেবে। এশিয়ার সবদেশই এই সিদ্ধান্ত সমর্থন করেছিল। সেইমতো সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের জন্য দাবি জানায়। ৩১ অক্টোবর পর্যন্ত ছিল বিশ্বকাপ আয়োজনের দাবি জানানোর শেষদিন। অন্য কোনও দেশ দাবি না জানানোয় সৌদি আরবেই অনুষ্ঠিত হবে ২০৩৪ বিশ্বকাপ।
২০৩৪ বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ দেবে। মোট ম্যাচ হবে ১০৪টি। সৌদি আরবের কাছে ভারত ১০টি ম্যাচ আয়োজনের দাবি জানাবে। ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। ফেডারেশন সভাপতি কল্যান চৌবের আশা, সৌদি আরব ভারতের এই প্রস্তাবে রাজি হয়ে যাবে। কারণ, এত ম্যাচ সামলানো সৌদির পক্ষে হয়তো সম্ভব হবে না। এছাড়া, ২০২৭ এশিয়ান কাপ আয়োজনের জন্য ভারত দাবি থেকে সরে এসে সৌদি আরবকে সমর্থন জানিয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!