Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

উচ্চ আয়ের তালিকায় ভারতের অন্তর্ভূক্তি, অর্থনৈতিক বৃদ্ধির কত লক্ষমাত্রা রাখলো বিশ্বব্যাঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
উচ্চ আয়ের তালিকায় ভারতের অন্তর্ভূক্তি, অর্থনৈতিক বৃদ্ধির কত লক্ষমাত্রা রাখলো বিশ্বব্যাঙ্ক

অর্থনৈতিক বৃদ্ধির গড় হার ৭.৮ শতাংশ হলেই ২০৪৭ এর মধ্যে উচ্চ আষের বিশ্ব তালিকায় নাম উঠবে ভারতের । বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে সে তথ্যই ।

দেশীয় অর্থনীতির বৃদ্ধি বিষয়ক শিরোনামে ভারতের আর্থিক উন্নয়নের একটি রূপরেখাও দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে । সেখানে বলা হয়েছে উচ্চ আয়ের লক্ষ্যমাত্রা পূরণে দেশের আর্থিক সংস্থা গুলির নীতির সংস্কারের পাশাপাশি ভূমি এবং শ্রম নীতির সংশোধনের প্রয়োজন ।
গত ২৪ বছরে, ভারতের অর্থনীতির গড় বৃদ্ধি হার ৬.৩ শতাংশ । গতিশীল এই উত্তোরনের ধারাবাহিকতাকে ভিত্তি করেই ভারত নিজেকে উচ্চ আয়ের দেশের তালিকায় নথিভূক্ত করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিশ্বব্যাঙ্কের ওই প্রতিবেদনে ।

যদিও এবিষয়ে একটি সতর্কবাণী প্রকাশ করে হয়েছে সেখানে । বলা হ‌য়েছে দেশীয় বাণিজ্য পরিস্থিতির পরিবর্তন না হলে অগ্রগতির শিখর স্পর্শ সম্ভব নয় । এজন্য সমষ্ঠিগত বিকাশে জোড় দেওয়া হয়েছে । মাথাপিছু আয় বৃদ্ধির লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে আটগুণ । বিশ্বব্যাঙ্কের ভারতীয় অধিকর্তা অগস্ত্যে তানো ক্যয়ামে এপ্রসঙ্গে কোরিয়া এবং পোল্যান্ডের উদাহরণ পেশ করে বলেছেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে সমন্বয় তৈরি করে খুব অল্প দিনের মধ্যেই মধ্য আয় থেকে উচ্চ আয়ের দেশে পরিণত করেছে ওই দুই দেশ । তবে গত দুদশকে ভারত যেভাবে উন্নয়েনের ধারাবাহিকতা বজায় রেখেছে, সে বিষয়ে বিশ্বের সবাই আশাবাদী ছিল না ।

বিশ্বব্যাঙ্কের ওই রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ বছরে এই উপমহাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়েছএ চারগুণ । উৎপাদনশীলতার গড় বৃদ্ধিও হয়েছে প্রায় তিনগুণ । ভারতীয় অর্থনীতিতে পরিকাঠামোগত উন্নয়ণে গুরত্ব দেওয়া হচ্ছে। নিজেদের উৎপাদনশীল অর্থনীতিতে উন্নিত করতে মানবশক্তির বিকাশ এবং ডিজিটালাইজেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে । এবিষয়ে প্রতিবেদনে একটি পরিসংখ্যান পেশ করে বলা হয়েছে গত দুদশকে বিশ্ব অর্থনীতিতে নিজেদের অংশিদারিত্ব ১.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৪ শতাংশে উন্নিত করেছে ভারত । যা একটি দৃষ্টান্ত । সেই উন্নয়নের চাকায় ভর করেই উচ্চ আয়ের দেশে পরিণত হবে ভারত, এবিষয়ে আশাবাদী বিশ্বব্যাঙ্ক ।

প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্রদূরীকরণ এবং পরিষেবা ক্ষেত্রের সাফাল্যই বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত । এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে কয়েকটি পরামর্শও দেওয়া হয়েছে বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে । শ্রমশক্তিতে মহিলাদের কর্মমুখর উপস্থিতির হার ৩৫.৬ থেকে ৫০ শতাংশ বৃদ্ধির চেষ্টা, সরকারি নীতি নির্ধারণ, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে ।

বিশ্বের যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়ন যাত্রায়, সে দেশের বৃদ্ধির মানদন্ডগুলির নিরপেক্ষ বিশ্লেষণ করে , সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ দেয় বিশ্বব্যাঙ্ক । সর্বগ্রাহ্য সেই মেমোরান্ডামকে হাতিয়ার করে, আগামী ২২ বছরের মধ্যে, ভারত সমষ্ঠিগত ভাবে নিজেদের উচ্চ আয়ের দেশে পরিণত করতে পারে কিনা এখন সেটাই দেখার ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!