Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৮, ২০২২

‘ইউক্রেন থেকে এখনই ভারতীয়দের ফেরানোর কথা ভাবা হচ্ছে না’, জানাল বিদেশ মন্ত্রক

আরম্ভ ওয়েব ডেস্ক
‘ইউক্রেন থেকে এখনই ভারতীয়দের ফেরানোর কথা ভাবা হচ্ছে না’, জানাল বিদেশ মন্ত্রক

ইউক্রেন-রাশিয়া সংঘাতের দিকে নজর গোটা বিশ্বের। ভারতও উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে ভারত সরকারের তরফে একদিন আগেই ইউক্রেনে বসবাসরত ভারতবাসীদের ইউক্রেন ছাড়ার ‘পরামর্শ’ দেওয়া হয়েছিল। তবে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, এই মুহূর্তে ইউক্রেনে থাকা ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কিছু ভাবছে না সরকার। এই পরিস্থিতিতে ইউক্রেনে বসাবসরত ভারতীয়দের জন্য কোনও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি।’ তবে অরিন্দম বাগচি বলেছেন, ‘ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরার যে উড়ান চালু হয়েছে, সেগুলির ক্ষেত্রে যাত্রী সংখ্যা সংক্রান্ত বিধিনিষেধ (কোভিডের জন্য যাত্রী সংখ্যার উপর বিধিনষেধ) তুলে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ভারতীয় উড়ান সংস্থাগুলিকে চার্টার্ড ফ্লাইট চালানোর জন্য উৎসাহিত করছে সরকার।

এদিকে চার্টার্ড ফ্লাইটের টিকিটের দাম নাগালের বাইরে বলে অভিযোগ করেছেন ইউক্রেনে বসাবসরত বহু ভারতীয় পড়ুয়া। পাশাপাশি দেশে ফেরার টিকিটও মিলছে না বলে অভিযোগ তুলছে তাঁরা । অরিন্দম জানিয়েছেন, ‘বিমানের টিকিটের আকালের বিষয়টি সরকার জানে। তবে এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। আরও উড়ানের ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই।’ এর আগে কিয়েভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, শীঘ্রই এয়ার ইন্ডিয়া-সহ আরও কয়েকটি বিমান সংস্থা ইউক্রেন থেকে ভারতের উড়ান পরিষেবা চালি করবে। তবে এই ‘শীঘ্র’ যে কতটা শীঘ্র… বিদেশ মন্ত্রকের আজকের বিবৃতিতে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!