- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৬, ২০২৩
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন আকাশ।চোটের জন্য বাদ সামি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে মাঠে নামার আগেই বড় ধাক্কা ভারতের। চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বিশ্বকাপ কাঁপানো জোরে বোলার মহম্মদ সামি। পারিবারিক কারণে একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দীপক চাহারও। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন বাংলার আকাশ দীপ।
বিশ্বকাপের পরই গোড়ালিতে ব্যাথা অনুভব করেন মহম্মদ সামি। বাড়িতে তিনি বিশ্রামেই ছিলেন। এরপর মুম্বইয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শও করেন। টেস্ট দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিটনেসের ওপরই সামির অন্তর্ভূক্তি নির্ভর করছে। এতদিন তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। ফিটনেস টেস্টে তিনি উত্তীর্ণ হতে পারেননি। চোট পুরোপুরি না সারায় চিকিৎসকরা সামিকে খেলার অনুমতি দেননি।
এবছর জুন মাসে শেষ টেস্ট খেলেছিলেন মহম্মদ সামি। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ার্কলোড কমানোর জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিলেন। বিশ্বকাপে প্রথম ৪টি ম্যাচে সুযোগ পাননি। হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পরই তিনি খেলার সুযোগ পান। পরের ৭ ম্যাচে তুলে নেন ২৪ উইকেট। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখনও সামির পরিবর্ত ঘোষণা করেনি। তবে প্রসিদ্ধ কৃষ্ণর সুযোগ পাওয়ার দারুণ সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
টি২০ ও একদিনের দলে না থাকা ক্রিকেটাররা বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা রওনা দিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা জোহানেসবার্গ পৌঁছে গেছেন। শ্রেয়স আয়ার প্রথম একদিনের ম্যাচ খেলে রোহিতদের সঙ্গে টেস্টের প্রস্তুতি শুরু করবেন। এদিকে, পারিবারিক সমস্যার জন্য একদিনের সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন দীপক চাহার। তিনি দেশে ফিরে এসেছেন। পরিবর্ত হিসেবে যাচ্ছেন বাংলার আকাশ দীপ।
❤ Support Us