- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ২৮, ২০২৩
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পাশ। ভোটাভুটিতে অংশ নিল না ভারত
এর আগে ইউক্রেনে যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটাভুটিতে অংশ যায়নি ভারত। এ বার ইসরায়েলের ক্ষেত্রেও সেই একই অবস্থান বিজয় রাখল ভারত। রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিল না ভারত। মানবিক সহায়তার কারণে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির এই প্রস্তাব শুক্রবার পাশ হয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে।
আরব দেশগুলির তরফে জর্ডন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি রাষ্ট্রপুঞ্জের সদস্যভুক্ত দেশ।প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ১৪টি দেশের প্রতিনিধিরা। ভোটদানে বিরত থেকেছে ভারত-সহ ৪৫টি রাষ্ট্রপুঞ্জের সদস্যরাষ্ট্র।
ভারতের এই প্রস্তাবের পক্ষে ভোটাভুটিতে অংশ না নেওয়ার প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, জর্ডনের দেওয়া এই যুদ্ধবিরতি প্রস্তাবে গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর সশস্ত্র প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের হামলার বিষয়টি উল্লেখ না থাকার কারণেই ভারত ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। জর্ডনের ওই প্রস্তাবের সঙ্গে হামাসের ইসরায়েলে আক্রমণের প্রসঙ্গ সংযোজনের করার জন্য একটি সংশোধনী প্রস্তাব এনেছিল কানাডা। ভারতের সেই সংশোধনী প্রস্তাবে সমর্থন করলেও ওই সংশোধনী প্রস্তাবটি ভোটাভুটিতে খারিজ হয়ে যায়।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে গৃহীত ওই প্রস্তাবে ইসরায়েল এবং প্যালেস্তাইনের অসামরিক নাগরিকদের উপর সন্ত্রাস এবং নির্বিচার হামলা সহ সব ধরনের হিংসার ঘটনার নিন্দা করা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ গাজায় সাধারণ মানুষের জন্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক ত্রাণ পাঠাতে বাধা না দেওয়ার দাবিও করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, পণবন্দিদের অবিলম্বে এবং নিঃশর্তে মুক্তি দিতে হবে। আন্তর্জাতিক আইন মেনে পণবন্দিদের নিরাপত্তা, শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া এবং তাঁদের সঙ্গে মানবিক আচরণেরও বজায় রাখার আবেদনও ওই প্রস্তাবে জানানো হয়েছে যুদ্ধরত দুই পক্ষের কাছে।
ইতিহাস বলছে, অতীতেও গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে সেনা অভিযানের সময় অনেক বারই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অনাক্রমণ প্রস্তাব গৃহীত হওয়ার পরেও সেই প্রস্তাব উপেক্ষা করেছে ইসরায়েল। আসলে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে গৃহীত কোনও প্রস্তাব মেনে চলার কোনও আইনি বাধ্যবাধকতা নেই রাষ্ট্রপুঞ্জের সদস্যভুক্ত দেশগুলির। তবে যেহেতু বিশ্বের অধিকাংশ দেশই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সদস্য, তাই সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট কূটনৈতিক গুরুত্ব আছে। সাম্প্রতিক কালে একাধিক বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভোটভুটিতে অংশ নেয়নি ভারত। এবারও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের প্রস্তাবে ভোটাভুটি থেকে নিজেকে সরিয়ে রাখল ভারত।
❤ Support Us