Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২০, ২০২৩

দেশের মাঠে বিশ্বকাপ জয়ীদের মুখোমুখি সুনীলের দল ! মেসিদের প্রস্তাব ফিরিয়ে দিল আইএফএ

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের মাঠে বিশ্বকাপ জয়ীদের মুখোমুখি সুনীলের দল ! মেসিদের প্রস্তাব ফিরিয়ে দিল আইএফএ

আর একবার লিওনেল মেসিকে সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া হল ভারতীয় ফুটবল প্রেমীদের। আর্জেন্টিনা ফুটবল দলের কাছ থেকে একটা প্রীতি ম্যাচ আয়োজন করার অনুরোধ এসেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ভারতীয় ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার সেই অনুরোধ নাকচ করে দেয়।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এশিয়ার দুটো দলের বিরুদ্ধে ১২ ও ২০ জুন দুটো আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল। তারা ভারত ও বাংলাদেশকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল। কিন্তু আর্থিক কারণেই পিছিয়ে আসতে বাধ্য হয় ভারতীয় ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার সেই প্রস্তাব গ্রহন করতে পারেনি। শেষ পর্যন্ত চীন এবং ইন্দোনেশিয়ায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা।

ভারতীয় ফুটবল ফেডারেশনের মহাসচিব শাজি প্রভাকরণ সংবাদ মাধ্যমকে বলেন, ‘‌আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচ খেলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আমাদের পক্ষে এত বিশাল পরিমান অর্থ খরচ করা সম্ভব ছিল না। এরকম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের জন্য একটা বড় রকমের স্পনসরের দরকার ছিল। এত দ্রুত স্পনসর পাওয়া সম্ভব ছিল না। আর্জেন্টিনা যে পরিমাণ অর্থ দাবি করেছিল তা আমাদের ক্ষমতার বাইরে। তাই আমরা আর্জেন্টিনার অনুরোধে সাড়া দিতে পারিনি।’‌ বাংলাদেশও আর্থিক কারণে পিছিয়ে গিয়েছিল।

সূত্রের খবর ভারতে খেলতে আসার জন্য ৩২ থেকে ৪০ কোটি টাকা দাবি করেছিল আর্জেন্টিনা। স্বল্প সময়ের মধ্যে এই বিশাল পরিমাণ অর্থ জোগাড় করা ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষে সম্ভব ছিল না। ফলে দেশের ফুটবলপ্রেমীদের সামনে থেকে মেসির খেলা দেখার সুযোগ হাতছাড়া হয়। এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিল আর্জেন্টিনা। সেদিন যুবভারতী কানায় কানায় ভরে গিয়েছিল। আর্জেন্টিনার জার্সিতে সেদিনই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল লিওনেল মেসির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!