Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৩, ২০২৩

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানকে কঠোর জবাব ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানকে কঠোর জবাব ভারতের

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে পাল্টা সরব হল ভারত।  দ্ব্যর্থহীন ভাষায় ইসালামাবাদকে বার্তা দিল নয়াদিল্লি, অধিকৃত কাশ্মীর থেকে সরুন। বন্ধ করুন সন্ত্রাসবাদ । সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। তার পরেই শুক্রবার রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে কড়া জবাব দিল নয়াদিল্লি।

রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট  বলেছেন, ‘‘পাকিস্তানের খারাপ রয়েছে। ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাতে তারা বরাবর আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ এবং বিভিন্ন সংগঠন এই ব্যাপারে অবগত যে, নিজেদের অন্ধকার দিকটি থেকে নজর ঘোরাতেই আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে এসব করছে পাকিস্তান। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাকিস্তানে।’’

ভারতের পক্ষ থেকে এর পর কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করা হয়। পেটাল গেহলট বলেন, “জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। লাদাখ, জম্মু ও কাশ্মীর পুরোপুরি ভারতের অংশ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার পাকিস্তানের নেই।’’ এর আগে, কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে একাধিকবার। কাশ্মীর নিয়ে অতীতেও পাকিস্তানকে একই ভাবে কড়া জবাব দিয়েছে ভারত। এবার আর একবার নিজের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সন্ত্রাসবাদ প্রসঙ্গেও পাকিস্তানের দৃষ্টিভঙ্গি নিয়েও সরব হয়েছে ভারত। নয়াদিল্লির তরফে বলা হয়েছে যে, সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা উচিত পাকিস্তানের। একই সঙ্গে বলা হয়েছে যে, বেআইনি ভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে পাকিস্তান, এই দখলদারি থেকে পাকিস্তানকে শর্তে হবে। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য পাকিস্তানের পদক্ষেপ করার কথা স্মরণ করিয়ে দিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জে ২০০৮ সালের মুম্বই হামলার প্রসঙ্গ টেনেও পাকিস্তানকে নিশানা করেছে ভারতের তরফে বলা হয়েছে, মুম্বই হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাকিস্তানকে বার্তা দিয়েছে নয়াদিল্লি।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!