Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৭, ২০২৪

‌ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন, ১৮ মাস নির্বাসিত, প্যারিস অলিম্পিকের স্বপ্ন শেষ পরভীন হুডার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন, ১৮ মাস নির্বাসিত, প্যারিস অলিম্পিকের স্বপ্ন শেষ পরভীন হুডার

প্যারিস অলিম্পিক থেকে পদক জয়ের স্বপ্ন দেখেছিলেন পরভীন হুডা। এক ধাক্কায় তাঁর সেই স্বপ্ন ভেঙে চূরমার হতে চলেছে। দেড় বছরের জন্য ভারতের এই মহিলা বক্সারকে সাময়িকভাবে নির্বাসিত করেছে বিশ্ব ডোপ বিরেধী সংস্থা ওয়াডা। নির্বাসনের কারণে প্যারিস অলিম্পিকে অংশগ্রহন করতে পারবেন না বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয়ী পারভীন। নির্বাসনের খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করার জন্য নির্বাসনের কবলে পড়তে পয়েছে পরভীন হুডাকে। জানা গেছে, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে তিন–তিনবার ‘‌হোয়্যার অ্যাবাউটস’‌ জমা দিতে ব্যর্থ হয়েছেন পরভীন। সেই কারণেই তাঁকে নির্বাসিত করেছে ওয়াডা। ওয়াডার নিয়ম অনুসারে যে সব অ্যাথলিট রেজিস্টার্ড টেস্টিং পুলের অন্তর্ভূক্ত, বছরে তাঁদের তিনবার ত্রৈমাসিক হদিস আপডেট জমা দিতে হয় ওয়াডার কাছে। পরভীন এই নিয়ম লঙ্ঘন করেছেন।
পরভীনকে ওয়াডার নির্বাসনের খবরে বিভ্রান্ত ভারতীয় বক্সিং ফেডারেশন। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পরভীনের শাস্তি কমানোর ব্যাপারে। শাস্তি কমালেও অলিম্পিকে নামা হবে না তাঁর। পরভীনের হয়ে লড়াই করছেন আইনজীবী বিদুষ্পত সিংহানিয়া। তিনি বলেছেন, ‘‌এই ধরনের অনুমোদন সম্পূর্ণভাবে বাতিল হওয়ার কোনও নজির নেই। এমনকি ভারতীয় বক্সিং ফেডারেশন সাসপেনশন কমিয়ে আনতে পারলেও, পারভীন এবং ভারত শেষ পর্যন্ত ৫৭ কেজি বিভাগে অলিম্পিকে কোটা৷’‌
‘‌হোয়্যার অ্যাবাউটস’‌ পাঠানোর জন্য পরভীন, ভারতীয় বক্সিং ফেডারেশন ও প্রধান কোচ বার্নার্ড ডানকে বারবার ই–মেল পাঠানো হয়েছিল। কিন্তু সবাই ইমেলগুলি উপেক্ষা করেছিল। পরভীনও বিষয়টিকে গুরুত্ব দেননি। এখন তার মাশুল দিতে হচ্ছে। ভারতীয় বক্সিং ফেডারেশনও বিষয়টি নিয়ে চুপ। ফেডারেশনের মহাসচিব হেমন্ত কলিতা বলেন, ‘‌দু’–একদিনের মধ্যে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তারপর আমরা যা করার করব। আমরা সম্ভাব্য সমস্ত চ্যানেলের সাথে যোগাযোগ করছি।’‌ এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক জয়ী বর্তমানে রোহতকের রুরকির গ্রামে তাঁর বাড়িতে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!