Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২, ২০২৩

কুস্তিগিরদের পাশে ৮৩র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দল। পদক ভাসানোর চরম সিদ্ধান্ত এখনই নয়, উদ্বিগ্ন কপিলের অনুরোধ

আরম্ভ ওয়েব ডেস্ক
কুস্তিগিরদের পাশে ৮৩র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দল। পদক ভাসানোর চরম সিদ্ধান্ত এখনই নয়, উদ্বিগ্ন কপিলের অনুরোধ

তাঁদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে ও ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় গঙ্গা নদীতে পদক ভসিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন প্রতিবাদী কুস্তিগিররা। কৃষক নেতাদের অনুরোধে সিদ্ধান্ত বদল করেছিলেন ভিনেশ ফোগাট। কুস্তিগিররা এই ব্যাপারে চরম পদক্ষেপ নিতে পারে বলে উদ্বিগ্ন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। তাঁরা কুস্তিগিরদের তাড়াহুড়ো করে চরম সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়ন কুস্তিগিরদের মারধরের অপ্রীতিকর ঘটনা দেখে আমরা ব্যথিত ও বিরক্ত। আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে, তারা তাদের কষ্টার্জিত পদকগুলি গঙ্গা নদীতে ফেলে দেওয়ার কথা ভাবছে। বছরের পর বছর ধরে অনেক প্রচেষ্টার ফসল। অনেক ত্যাগ স্বীকার করে এগুলো অর্জন করতে হয়েছে। পদকগুলির সঙ্গে সংকল্প, দৃঢ়তা জড়িত। পদকগুলি শুধুমাত্র তাদের নিজস্ব নয়, জাতির গৌরব এবং আনন্দ। আমরা তাদের এই বিষয়ে কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি, তাদের অভিযোগ শোনা হবে এবং দ্রুত সমাধান করা হবে।’‌

কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শক্তিশালী ক্লাইভ লাইডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ট্রফি জিতেছিল। সুনীল গাভাসকার, মহিন্দর অমরনাথ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, সৈয়দ কিরমানি, যশপাল শর্মা, মদন লাল, বলবিন্দর সিং সান্ধু, সন্দীপ পাতিল, কীর্তি আজাদ, রজার বিনিরা ফাইনালে খেলেছিলেন।

ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংকে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কিন্তু পুলিশ এখনও গ্রেপ্তার না করায় তাঁরা ৩০ মে হরিদ্বারে গঙ্গায় তাঁদের পদক ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!