- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৮, ২০২৩
ভারতের আপত্তি। পাকিস্তান থেকে সরতে পারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি
এবছর এশিয়া কাপ নিয়ে জট তৈরি হয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও জট তৈরি হতে চলেছে। এবছরের এশিয়া কাপের মতো ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি নয় ভারত। আর এমন আশঙ্কার কথা জানিয়ে আইসিসি–র কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোনও দেশে সরিয়ে নেওয়ার ব্যাপারে দাবি জানাতে চলেছে ভারত। কিংবা এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করার প্রস্তাব আইসিসি–কে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য উঠে এসেছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। গোটা প্রতিযোগিতা এখানেই হতে পারে। আবার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারত নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আর বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ আইসিসি–র কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
বিগত কয়েকবছরে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশগুলি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, এই দ্বিপাক্ষিক সিরিজগুলি প্রমাণ করেছে, পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা নেই। সুতরাং পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়ার কোনও যৌক্তিকতা নেই বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। ২০২১ সালে আয়োজিত হয়নি। আইসিসি পাকিস্তানকে দায়িত্ব দিয়েছে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের। এখন দেখার শেষ পর্যন্ত ভারতের চাপে পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরে যায় কিনা।
❤ Support Us