Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৭, ২০২৪

‌বুদাপেস্টে রুপো জিতলেন আমন, প্যারিস অলিম্পিকে পাবেন বাড়তি সুবিধা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বুদাপেস্টে রুপো জিতলেন আমন, প্যারিস অলিম্পিকে পাবেন বাড়তি সুবিধা

কাছাকাছি এসেও স্বপ্নপূরণ হল না। বুদাপেস্ট র‌্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় কুস্তিগীর আমন সেহরাওয়াতকে। রিও অলিম্পিকে রুপোজয়ী জাপানের রেই হিগুচির কাছে ১১–১ ব্যবধানে হেরেছেন বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন আমন।
কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অবশ্য দুর্দান্ত খেলা প্রদর্শন করেছিলেন এই ভারতীয় বক্সার। শেষ আটের লড়াইয়ে তিনি জর্জিয়ার রবার্টি ডিঙ্গাশভিলিকে মাত্র ২.‌৫১ মিনিটের লড়াইয়ে ১১–১ ব্যবধানে উড়িয়ে দেন। ২০ বছর ভারতীয় কুস্তিগীর সেমিফাইনালে ১৪–৪ ব্যবধানে হারান ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক বিজয়ী বেলারুশের আরিয়ান সিউট্রিনকে।
বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন অবশ্য ফাইনালে তাঁর জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ২৮ বছর বয়সী হিগুচি শুরু থেকেই আক্রমণ শানিয়ে আমনকে আক্রমণাত্মক হওয়ার সুযোগ দেননি। প্রথম দুই মিনিটে ৪–০ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় পর্বে কিছুটা খেলায় ফিরেছিলেন আমন। কিন্তু তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১১–১ ব্যবধানে বাউট জিতে নেন হিগুচি। হারলেও এই র‌্যাঙ্কিং সিরিজ থেকে গুরুত্বপূর্ণ র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জন করবেন আমন। যা তাঁকে প্যারিসে সুবিধাজনক ড্র নিশ্চিত করতে সাহায্য করবে।
আজ ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৭ কেজি, ৫৯ কেজি ও ৭২ কেজি বিভাগে মহিলাদের কুস্তি শুরু হবে। ভিনেশ ফোগাট (৫০ কেজি) এবং অন্তিম পাঙ্গালের (৫৩ কেজি) দিকে। সকলের নজর থাকবে। ফোগাট তাঁর ৫৩ কেজি ওজন ছেড়ে ৫০ কেজিতে নামছেন। আর পাঙ্গাল ৮ মাস পর প্রতিযোগিতায় নামছেন। প্যারিস অলিম্পিকের আগে ফিটনেস পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!