Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ২৮, ২০২৪

নিউগিনিতে ত্রাণ পাঠালো ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউগিনিতে ত্রাণ পাঠালো ভারত

বিপদের দিনে সমব্যাথি হয়ে  নিউগিনির  পাশে দাঁড়ালো ‘বন্ধু’ ভারত। মঙ্গলবার ভারতের তরফ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশনের  সদস্য হিসেবে, পাপুয়া নিউগিনিতে ১ মিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ সামগ্রী পাঠালো ।

গত ২৭মে আবার ভূমিধ্বস ঘটেছে সেখানে। অনুমান ২০০০ মানুষ তলিয়ে গিয়েছেন মৃত্তিকার অতল গহ্বরে।গত সপ্তাহে ভয়াবহ ভূমিধ্বসে পাপুয়া নিউগিনিতে ৬৫০ জন বাসিন্দার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের উদ্দেশ্যে গভীর সমবেদনা জানিয়েছেন । তিনি সব রকম ভাবে এই দ্বীপ রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তবে পাপুয়া নিউগিনির প্রতি ভারতের এই ‘পাশে দাঁড়ানো’-র পূর্ব ইতিহাস  রয়েছে। ২০১৮ সালের ভূমিকম্প, ২০১৯ ও ২০২৩ সালের আগ্নেয়গিরির উত্থানের সময়েও ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির পাশে ত্রাণ নিয়ে  দাঁড়িয়েছিল।
এদিকে নিউগিনিতে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ক্ষতিগ্রস্ত  হয়েছে চাষাবাদও। ফলে তীব্র অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে দেশটি। এখনও বিপদ কাটেনি বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!