Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ৯, ২০২৩

২৭ বছর পর ভারতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। মাসব্যাপী অনুষ্ঠানে ১৩০ প্রতিযোগী

আরম্ভ ওয়েব ডেস্ক
২৭ বছর পর ভারতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। মাসব্যাপী অনুষ্ঠানে ১৩০ প্রতিযোগী

চলতি বছরের শেষে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসবে ভারতে। দীর্ঘ ২৭ বছর পর দেশে এমন অনুষ্ঠান আয়োজিত হবে। বৃহস্পতিবার দিল্লিতে একথা ঘোষণা করেছেন আয়োজকরা। । যাবতীয় দায়িত্ব পালন করবে ভারত। পুরো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মিস ওয়ার্ল্ড সংস্থার চেয়ার পার্সন ও সিইও জুলিয়া মোর্লে।

জুলিয়া আরও বলেছেন, প্রায় ৩০ বছর আগে এই দেশে প্রথমবার এসেছিলাম। তারপর থেকেই ভারত আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। বিশ্বের সঙ্গে এই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভাগ করে নিতে বেশ উত্তেজিত। মিস ওয়ার্ল্ড লিমিটেড এবং পিএমই এন্টারটেইনমেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আকর্ষণীয় এবং দর্শনীয় করে তুলতে একসঙ্গে কাজ করবে।

প্রতিযোগিতায় ১৩০ জন প্রতিযোগী তাঁদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। একমাস এখানে তাঁরা অতিবাহিত করবেন। ঘুরবেন দেশের বিভিন্ন জায়গায়। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে তাঁদের পরিচয় ঘটানো হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২২ সালের বিশ্ব সুন্দরী ক্যারোলিনা বিলস্কা । তিনি জানিয়েছেন, এই দেশে অনেক কিছু দেখার মতো রয়েছে, শেখার আছে অনেক। একমাস জুড়ে আয়োজিত প্রোগ্রামে যোগ দিতে আসবে দুনিয়ার নানা প্রান্তের প্রতিযোগীরা। ভারতের কাছে সেরা চিন্তাভাবনা রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন তাঁরা।

২০২৩ সালে মিস ওয়ার্ল্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন ২১ বছর বয়সী সিনি শেট্টি। কর্নাটকের বাসিন্দা। তিনি বলেছেন, সমগ্র দুনিয়া থেকে আমার বোনদের এই দেশে স্বাগত জানাতে পারব। এতে আমি খুব খুশি। তাঁদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে।

২৭ বছর আগে প্রবল বিতর্কের মুখে পড়ে থেমে গিয়েছিল দেশের প্রথম বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার আসর। সমগ্র অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন অমিতাভ বচ্চন প্রতিষ্ঠিত বিনোদনমূলক প্রযোজনা সংস্থা এবিসিএল কোম্পানি। সেসময় কোনো কোনো মহল থেকে এমন আয়োজনের তীব্র বিরোধিতা করা হয়। বলা হয় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এ অনুষ্ঠান তাই বন্ধ করা উচিত । নারী অধিকার কর্মীরাও প্রশ্ন তোলেন মেয়েদের বাজারের পণ্যে পরিণত করে যে প্রতিযোগিতা, তাঁর আয়োজন করার প্রয়োজনীয়তা কোথায়?

সমালোচকদের সমালোচনাকে অবশ্য পাত্তা দেননি সুপারস্টার অমিতাভ। চালিয়ে গিয়েছিলেন নিজেদের কর্মকাণ্ড কিন্তু বেঙ্গালুরুতে প্রতিযোগিতা চলা কালে ব্যাপক গণ বিক্ষোভ দেখা দেয়। মেয়েরা হুমকি দেন, প্রতিযোগিতা বন্ধ না হলে নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেবেন। পরিস্থিতি যে অনুকূল নয় তা বুঝুতে পেরে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন পর্দার অ্যাংরি ইয়ং ম্যান। এ ঘটনায় ব্যাপক লোকসানের মুখোমুখি হয়েছিল তাঁর কোম্পানি। সংস্থা প্রযোজিত একের পর এক ছবি মুখ থুবড়ে পোড়ে বাজার থেকে প্রচুর ঋন নিয়েছিলেন। কিন্তু এখন তা শোধ করতে না পেরে ঘোড় আর্থিক বিপর্যয়ে পরেন । পরবর্তীকালে তাঁর একসময়ের বন্ধু ইয়াশ চোপড়ার ছবি মহব্বতে তে কাজ করে ও টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো কৌন বানেগা ক্রোড়পতির সূত্রে প্রবল আর্থিক বিপর্যইয়ের হাত থেকে রক্ষা পেয়েছিলেন।

৭১ তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজনের পিছনে এখন আর এবিসিএল নেই। তবে, অনুষ্ঠান শেষ পর্যন্ত হবে কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করছে দেশের  শাসক দলের সদিচ্ছার  ওপর। সাম্প্রতিক অতীতে একাধিক ভারতীয় ছবির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে খড়্গহস্ত হয়েছে গেরুয়া শিবির। দেশীয় নৈতিকতার ধ্বজাধারীরা  এক্ষেত্রে যে ‘গেল গেল’ রব তুলবেন না  তাঁর  নিশ্চয়তা কোথায় ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!