- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৯, ২০২৪
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে বাংলার আকাশ দীপ
বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত হল ভারতীয় দল। দীর্ঘদিন পর দলে ফিরে এসেছেন ঋষভ পন্থ। বাংলা থেকে সুযোগ পেয়েছেন জোরে বোলার আকাশ দীপও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরমেন্স করা সরফরাজ খানও জায়গা ধরে রেখেছেন। চেন্নাইয়ের চিপকে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত–বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট।
রবিবার দলীপ ট্রফির প্রথম রাউন্ড ম্যাচ শেষে বেঙ্গালুরুতেই দল নির্বাচন করতে বসেন জাতীয় নির্বাচকরা। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেললেও শুধুমাত্র প্রথম টেস্টের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। প্রত্যাশামতোই দলে ফেরানো হয়েছে উইকেটকিপার ঋষভ পন্থকে। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন। ওই মাসেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ। পুরো ফিট হয়ে এবছর সাদা বলের ক্রিকেটে মাঠে ফিরলেও লাল বলের ক্রিকেটে খেলেননি। নির্বাচকরা চেয়েছিলেন লম্বা ক্রিকেটের ধকল কতটা নিতে পারেন ঋষভ, দলীপ ট্রফিতে দেখে নিতে। স্বসম্মানে উত্তীর্ণ তিনি। ঋষভের পাশাপাশি দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে নজর কেড়েছিলেন ব্যাটার সরফরাজ খান ও জোরে বোলার আকাশ দীপ। এই দুজনকেও দলে রাখা হয়েছে। দলীপ ট্রফিতে ভারতীয় ‘এ’ দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন আকাশ দীপ। প্রথম ইনিংসে নেন ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। ভারতীয় দলে চমক জোরে বোলার যশ দয়াল। তবে শ্রেয়স আয়ারকে প্রথম টেস্টে সুযোগ দেননি নির্বাচকরা।
ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও যশ দয়াল।
❤ Support Us