- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৩
অষ্ট্রেলিয়ায় মন্দির ধ্বংসকে তীব্র নিন্দা ভারতের, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবিতে সরব বিদেশ মন্ত্রক

অষ্ট্রেলিয়ায় ভারতীয় মন্দির ধ্বংস নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাল ভারত। মন্দির ধ্বংসের কাজকে নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাল বিদেশ মন্ত্রক।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মিলিত হন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। সেখানেই তিনি অষ্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর ব্যাপারটি সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন । সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারত সরকার মন্দিরে ভাংচুর চালানোর বিষয়টি সম্পর্কে অবগত। এই ধরণের কাজকে তীব্র ধিক্কার জানায় ভারত সরকার। অষ্ট্রেলিয়ার অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ থেকে রাজনৈতিক নেতা নেত্রীরাও এই ঘটনায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছেন। যা এক ইতিবাচক দিক বলে মন্তব্য করেন তিনি। ঘটনার দ্রুত , পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত যাতে ক্যানবেরা প্রশাসন করে সে ব্যাপারে ভারত অনুরোধ জানাবে বলে জানান তিনি। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার ভারতের কনসুলেট জেনারেল স্থানীয় পুলিশকে এই ব্যাপারটি সম্পর্কে বিশদে জানিয়েছেন। পুলিশ ঘটনায় কারা যুক্ত তাদের খুঁজে বার করবার আশ্বাস দিয়েছে।
মন্দিরে ভাংচুরের ঘটনা শুরু হয় মেলবোর্নে। ১০ জানুয়ারি। সেখানে মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতীরা। রাতের অন্ধ কারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। তারপরে সোমবার ভিক্টোরিয়া প্রদেশের প্রাচীন শ্রী শিব বিষ্ণু মন্দিরে হামলা হয়। স্থানীয় তামিল হিন্দুরা থাই পোঙ্গল উৎসবের অংশ হিসেবে দেবতার দর্শনে মন্দিরে এসেছিলেন, তখনই নজরে পড়ে মন্দিরে ভাঙচুর হয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে লেখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। ঘটনায় অভিযোগের তীর খালিস্তানিদের দিকে। খালিস্তানিদের এভাবে মন্দিরে ভাঙুচর চালানো স্বভাবতই পছন্দ হয়নি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের। তাঁদের বক্তব্য, মন্দির রাজনীতি করার জায়গা না। অভিযোগ করেন, ভয়ডরহীন ভাবে দুষ্কৃতীরা এই কাজ করেছে। ভিক্টোরিয়া প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লিবারাল পার্টির সাংসদ ব্র্যাড ব্যাটিন। তিনি বলেন, “কোনও ভাবেই আমাদের ভবিষ্যত ঘৃণার উপর নির্মিত হতে পারে না, সভ্যতার দীর্ঘ প্রচেষ্টায় সৌভ্রাতৃত্ব গড়ে উঠেছে। ভিক্টোরিয়ায় বা অস্ট্রেলিয়াতে এই ধরনের কাজের জায়গা নেই।” দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
❤ Support Us