Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১০, ২০২৪

‘কান’ উৎসবে ‘ভারত পর্ব। সাতাত্তর বছরে এই প্রথম নতুন ইতিহাসের সাক্ষী হবে দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
‘কান’ উৎসবে ‘ভারত পর্ব। সাতাত্তর বছরে এই প্রথম নতুন ইতিহাসের সাক্ষী হবে দেশ

২০২৪ ভারতের জন্য একটি বিশেষ বছর হতে চলেছে। ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হতে চলেছে ‘ভারত পর্ব।’ এই ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে কেন্দ্র ও রাজ্য থেকে আগত সরকারি স্তরের অতিথি বর্গ  ।সারা বিশ্বের চলচ্চিত্র সেলিব্রিটি,  নির্মাতা, পরিচালক, প্রযোজক, ক্রেতা এবং বিক্রয় এজেন্টরা থাকবেন এবং তুলে ধরবেন ভারতের চলচ্চিত্রের  সুযোগকে । আজ তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে একথা জানানো হয়েছে। এটি এই উৎসবের এত বছরের ইতিহাসে প্রথম বারের জন্য হতে চলেছে।
এই বছরের নভেম্বরের ভারতীয় চলচ্চিত্র উৎসব হবে গোয়াতে, সেখানে প্রদর্শিত হবে এর অফিসিয়াল পোস্টার।
ইন্টারন্যাশনাল রিভেরার ৭৭ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারত প্যাভিলিয়ন ১৫ মে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদ্বোধন করা হবে। কানের ভারত প্যাভিলিয়ন ভারতীয় চলচ্চিত্র সম্প্রদায়ের জন্য বিভিন্ন ক্রিয়াকলাপে নিয়োজিত হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যার মধ্যে রয়েছে, প্রযোজনা সহযোগিতা, কিউরেটেড নলেজ সেশন, ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষর করা, গ্রিনলাইট স্ক্রিপ্ট, বি টু বি বৈঠক এবং আশেপাশের বিশেষ বিনোদন এবং মিডিয়া প্লেয়ারদের সঙ্গে নেটওয়ার্কিং। বিশ্ব শিল্প অংশীদার হিসাবে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহযোগিতায় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি)  প্যাভিলিয়নটি তৈরি করবে। সহযোগিতায় থাকবে  কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) তাঁরাই উৎসবে ‘ভারত স্টল’ স্থাপন করবে।
এবারের থিম আহমেদাবাদ। এর নামকরণ হয়েছে ‘সূত্রধার’।

(এফটিআইআই) এর ছাত্রের ফিল্ম ‘সানফ্লাওয়ারস ওয়ার ফার্স্ট ওয়ানস টু নও’ , ‘লা সিনেফ’ প্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত হয়েছে। এটি কন্নড় ভাষায় তৈরি একটি শর্ট ফিল্ম, যা সারা বিশ্ব থেকে এন্ট্রিগুলির মধ্যে  তালিকাভুক্ত হয়েছিল , এখন চূড়ান্ত তালিকাভুক্ত ১৭টি আন্তর্জাতিক  চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই ছেলের ছবিটা।
শ্যাম বেনেগালের ‘মন্থন’, ক্লাসিক বিভাগে উপস্থাপিত হবে এবং উৎসবের ভারতীয় লাইনআপে থাকবে।এসব ফিল্মের  রিল ভারতের সংস্কৃতি মন্ত্রকের   হেফাজতে কয়েক দশক ধরে সংরক্ষিত ছিল । ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (FHM) তা পুনরুদ্ধার করেছে।
জাতীয় পুরষ্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার সন্তোষ সিভান এবারের কান চলচ্চিত্র উৎসবে  পুরস্কৃত  হবেন। তিনি কান প্রতিনিধিদের হাতে তিনি মাস্টারক্লাসও উপহার দেবেন। এ সম্মানে সম্মানিত তিনিই প্রথম ভারতীয়।
কান চলচ্চিত্র উৎসব ১৪মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে। তার রঙিন আবহ আর জৌলুসের দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়া, তাকিয়ে থাকবে ভারতের প্রত্যাশা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!