Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জানুয়ারি ৩, ২০২৪

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে মাস্কের সঙ্গে হাত মেলাল ইসরো

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে মাস্কের সঙ্গে হাত মেলাল ইসরো

ভারতের মহাকাশ অভিযানের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে ধনকুবের ইলন মাস্কের  সংস্থা স্পেস এক্স। ভারী কৃত্রিম উপগ্রহ জিএসএটি-২০ উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জিএসএটি-২০ কে মহাশূন্যে নিয়ে যাওয়া হবে ইলন মাস্কের সংস্থার ফ্যালকন-৯ লিফ্ট লঞ্চারে চাপিয়ে। আমেরিকার ফ্লোরিডা থেকে সেটির উৎক্ষেপণ হবে বলে ইসরো সূত্রে খবর।

ইসরো-র চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, উপযুক্ত রকেট না পাওয়ার ফলেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। ইসরো-র বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে স্পেস এক্স সংস্থার। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে তাদের লঞ্চারে চাপিয়ে ভারতের কৃত্রিম উপগ্রহ জিএসএটি-২০ মহাকাশে পাঠানো হবে। ভারী ওজনের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে এতদিন ফ্রান্সের আরিয়ানস্পেস কনসোর্টিয়াম-এর উপর নির্ভরশীল ছিল ভারত। এবার মাস্কের সংস্থার সঙ্গে হাত মেলানো হল।

ইসরো সূত্রে জানা গিয়েছে, চার টন বা তার বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের উপযুক্ত লঞ্চার ভারতের হাতে নেই, যা নিরক্ষরেখার উপর ৩৫ হাজার কিলোমিটারের বেশি উচ্চতা পর্যন্ত বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ বহন করে নিয়ে যেতে পারে। জিএসএটি-২০ কৃত্রিম উপগ্রহটির ওজন ৪ হাজার ৭০০ কেজি। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ নিয়ে গোটা দেশের উপর তার কেএ-কেএ ব্যান্ড কাজ করবে।
এস সোমানাথ বলেন, “ভারতের উৎক্ষেপণ ক্ষমতাকে ভবিষ্যতের চাহিদার কথা মেটাবার কথা মাথায় রেখে বাড়ানো উচিত, যদিও তার খরচ প্রতিযোগিতামূলক”।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!