Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৩, ২০২৩

ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত

সেই জানু্য়ারি থেকে টানা ক্রিকেট খেলে চলেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ড সিরিজ। তারপর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষেই আইপিএল। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হতে না হতেই আবার সিরিজ খেলতে হচ্ছে শুভমান গিলদের। চলতি মাসের শেষ সপ্তাহে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। যদিও এই সিরিজ আইসিসি–র ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ নয়।

এবছর একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে দল তৈরি করে নেওয়ার উদ্দেশ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন ম্যাচের সিরিজ খেলবে দুই দল। এই তিন ম্যাচে বিশ্বকাপের লাইন আপ অনেকটাই তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হবে সিনিয়র ক্রিকেটারদের।

পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ভারতের। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সেই সিরিজ শুরু হবে। তার আগে জুন মাসের শেষ সপ্তাহে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে। এই সিরিজ শুরু হবে ২৩ জুন। শেষ হবে ৩০ জুন। এই সাত দিনে তিনটি একদিনের ম্যাচ খেলা হবে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লম্বা সফর, তাই আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। বিসিসিআইয়ের একটা সূত্র জানিয়েছে, ‘‌যেহেতু দীর্ঘ সফরের জন্য ভারতীয় দল জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। তাই আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নতুন ক্রিকেটারদের খেলানো হবে। ২৩ জুন এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। চলবে ৩০ জুন পর্যন্ত। দ্রুতই এই সিরিজের সুচি ঘোষণা করা হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!