Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৩, ২০২৩

বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আজ থেকে ২০২৪ টি২০ বিশ্বকাপের মিশন শুরু করছে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আজ থেকে ২০২৪ টি২০ বিশ্বকাপের মিশন শুরু করছে ভারত

বিশ্বকাপ ফাইনালের রেস কাটতে না কাটতেই আবার আন্তর্জাতিক ক্রিকেট। এবার দ্বি–পাক্ষিক টি২০ সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। কদিন আগেই যারা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল। আজ বিশাখাপত্তনমে সিরিজের প্রথম ম্যাচ। যদিও বিশ্বকাপ ফাইনালে খেলা অধিকাংশ ক্রিকেটারই এই সিরিজে খেলছেন না। ভারত যেমন একেবারেই নতুন দল নিয়ে মাঠে নামছে। তেমন অস্ট্রেলিয়া দলেও রয়েছে মাত্র স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিসদের মতো কয়েকজন সিনিয়র ক্রিকেটার।
মূলত ২০২৪ টি২০ বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজে মাঠে নামছে দুই দল। অর্থাৎ এক বিশ্বকাপ মিশন শেষ করে আর এক বিশ্বকাপ মিশন শুরু করছে দুই দল। ভারতীয় টিম ম্যানেজমেন্টের যেমন লক্ষ্য ২০২৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপের জন্য দল তৈরি করে নেওয়া। তেমনই একই লক্ষ্য অস্ট্রেলিয়ারও। চোটের জন্য হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম তিনটি ম্যাচে খেলবেন না শ্রেয়স আয়ার। তাঁর পরিবর্তে সহঅধিনায়কত্ব করবেন ঋতুরাজ গায়কোয়াড়। শেষ দুটি ম্যাচে শ্রেয়স ফিরলে তিনি সহঅধিনায়কের দায়িত্ব সামলাবেন।
টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন কম্বিনেশন তৈরির দিকে নজর দিচ্ছে ভারতীয় দল। শুভমান গিল না থাকায় ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করবেন ঈশান কিষাণ। তিন নম্বরে সম্ভবত সূর্যকুমার যাদব। চার থেকে ছয় নম্বরে আসবেন তিলক ভার্মা, শিবম দুবে ও রিঙ্কু সিং। আজ তিন পেসারে নামতে চলেছে ভারত। মুকেশ কুমারের সঙ্গে দায়িত্ব সামলাবেন অশদীপ শিং ও প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিনার অলরাউন্ডার হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন। একমাত্র স্বীকৃতি স্পিনার হিসেবে রবি বিষ্ণোই। অস্ট্রেলিয়াও নতুন দল নিয়ে মাঠে নামছে। বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য টিভ স্মিথ, জস ইংলিশ ও মার্কাস স্টয়নিস রয়েছেন। এছাড়া বাকিরা সবই নতুন। ম্যাথু শর্ট, অ্যারন হার্ডি, টিম ডেভিড ,ম্যাথু ওয়েডদের দিকে নজর থাকবে।
বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতার হতাশা ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করতে চাইছে ভারত। দলের অধিনায়ক সূর্য কুমার যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে বলেন, ‘‌বিশ্বকাপ ফাইনালে ওঠাটা আমাদের কাছে দারুণ ব্যাপার ছিল। কিন্তু ফাইনালে এসে শেষরক্ষা হয়নি। খুবই খারাপ লাগছে। এই পরাজয়ের যন্ত্রণা ভুলতে আমাদের সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার আমাদের নতুন সিরিজ শুরু হতে চলেছে। আমরা নতুন ভাবে শুরু করতে চাই। নতুন উৎসাহে ঝাঁপাতে হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!