Advertisement
  • দে । শ
  • মার্চ ১৪, ২০২৩

স্টকহোম পিস রিসার্চ রিপোর্ট: অস্ত্র আমদানিতে বিশ্ব শীর্ষে শান্তিকামী ভারত, রফতানিতে এগিয়ে ফ্রান্স

আরম্ভ ওয়েব ডেস্ক
স্টকহোম পিস রিসার্চ রিপোর্ট: অস্ত্র আমদানিতে বিশ্ব শীর্ষে শান্তিকামী ভারত, রফতানিতে এগিয়ে ফ্রান্স

চিত্র: ২০২০, লখনৌর সামরিক এক্সপোতে প্রধানমন্ত্রী

অস্ত্র আমদানির নিরিখে বিশ্বে একনম্বরে ভারত। সম্প্রতি স্টকহোমের প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক, স্টকহোম ইন্টারন্যাশলাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপরি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে উঠে এসেছে এই তথ্য। যদিও সিপরি এও জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৭ সাল এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়সীমায় ভারতের অস্ত্র আমদানির পরিমাণ ১১ শতাংশ কমেছে। এর অন্যতম এক কারণ অস্ত্র আহরণের ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা।

সিপরির প্রতিবেদন অনুযায়ী , ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়সীমায় অস্ত্র আমদানির নিরিখে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে ভারত পরেই যে চারটি দেশ, তারা হল সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া এবং চিন।

বিশ্বের যে পাঁচটি দেশ অস্ত্র রফতানির নিরিখে প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী, সেই দেশগুলির মধ্যে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চিন এবং জার্মানি। পাকিস্তানও প্রচুর পরিমাণ অস্ত্র আমদানি করে । ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে আমদানি করা অস্ত্রসম্ভারের নিরিখে পাকিস্তান অষ্টম স্থানাধিকারী দেশ। এই সময়সীমাতে পাকিস্তানের অস্ত্র আমদানি পরিমাণ বেড়েছে ১৪ শতাংশ। প্রসঙ্গত, পাকিস্তানকে প্রধানত অস্ত্র সরবরাহ করে থাকে চিন।

সিপরি-র ওই রিপোর্টে এও দাবি করা হয়েছে, ২০১৩ থেকে ২০১৭ সাল এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়সীমাতে ফ্রান্স অস্ত্র রফতানি বাড়িয়েছে ৪৪ শতাংশ। এই অস্ত্রগুলি এশিয়া, ওশে্নিয়া এবং মধ্যপ্রাচ্যের নানা দেশের রফতানি করা হয়েছে।

২০১৮ থেকে ২০২২ সালের ভিতর ফ্রান্স যে পরিমাণ অস্ত্র রফতানি করেছে, এর ৩০ শতাংশ কিনেছে ভারত। প্রসঙ্গত, সিপরি-র ওই রিপোর্ট অনুসারে, রাশিয়ার পরই ভারত ফ্রান্স থেকে সবচেয়ে বেশি পরিমাণ অস্ত্র কিনছে। এব্যাপারে গবেষকদের দাবি, রাশিয়া বিশ্বের বাজারে অস্ত্র রফতানিতে কিছু পিছিয়ে পড়ায় সেই স্থান দখল করেছে ফ্রান্স। এর জেরে ভারতে রাশিয়া থেকে রফতানি হয়ে আসা অস্ত্রের পরিমাণ কমেছে।

এই রিপোর্টে গবেষকরা দাবি করেছেন, বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র রফতানির পরিমাণ ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করেছে। অন্যদিকে, রাশিয়ার ক্ষেত্রে এটা ২২ শতাংশ থেকে নেমে ১৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবহে ইউরোপের নানা দেশে অস্ত্রের চাহিদা বেড়েছে। একইসঙ্গে পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অস্ত্রের রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৮ থেকে ২০২২ সালে অস্ত্র আমদানির নিরিখে সৌদি আরব, কাতার, মিশর পৃথিবীর প্রথম ১০টি দেশের তালিকায় ঠাঁই করে নিয়েছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়সীমাতে অস্ত্র আমদানির নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী দেশ সৌদি আরব। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সময়সীমায় মোট যে পরিমাণ অস্ত্র রফতানি করা হয়েছে নানা দেশে, এর ভিতর ৯ দশমিক ৬ শতাংশ অস্ত্রই কিনেছে সৌদি আরব। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়সীমায় অস্ত্র আমদানির নিরিখে কাতার বিশ্বের তৃতীয় স্থানাধিকারী দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!