- দে । শ
- এপ্রিল ২৫, ২০২৩
সন্ত্রাসবিরোধী অভিযানের প্রস্তুতি, যৌথ মহড়ায় ভারত ব্রিটেন সেনা
যৌথ সামরিক মহড়া শুরু করবে ব্রিটেন এবং ভারত। দ্বিপাক্ষিক সেনা মহড়ার নাম ‘অজেয় ওয়ারিয়র’ ।ভারতীয় সেনা বাহিনীর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বলেছেন এই নিয়ে সপ্তমবার সামরিক মহড়া করবে দুই দেশ ।
সেনা সূত্রে আরও জানা গিয়েছে, ভারত ও ব্রিটেনের যৌথ সেনা মহড়ার উদ্দেশ্য দুদেশের সম্পর্ককে আরও মজবুত করা। ভারতের সেনাবাহিনী এখবর জানিয়ে বলেছে, দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি সন্ত্রাসবাদের মোকাবিলায় একত্রে কাজ করতে চায় ভারত ও ব্রিটেনের সেনা।
এর আগের ‘অজেয় ওয়ারিয়র’ অনুষ্ঠিত হয় উত্তরাখণ্ডে। ২০২১ সালের ২০ অক্টোবর। এরপর চলতি বছরে ফের দু’দেশ সন্ত্রাসবাদের মোকবিলায ফের সেনা মহড়ায় নামছে।
ওয়াকিবহাল মহলের মতে, যৌথ সেনা মহড়ার ফলে দু’দেশই উপকৃত হবে। দু’দেশের সেনার অভিজ্ঞতা সমৃদ্ধ হবে। এর পাশাপাশি ভারত এবং ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও আরও মজবুত হবে। দু’দেশের সেনাই মহড়ায় বিনিময় করবে পারস্পরিক অভিজ্ঞতা। যার জেরে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর এবং বন্ধুত্বপূর্ণ হবে।
❤ Support Us