- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৭, ২০২৪
১৫০ তম মাইলস্টোনের ম্যাচে গোল সুনীল ছেত্রীর, তবু হার ভারতের
মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে দেশের হয়ে ১৫০তম ম্যাচে মাঠে নেমেছিলেন সুনীল ছেত্রী। মাইলস্টোনের ম্যাচে গোল করলেও দলকে জয় এনে দিতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক। ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন করে ফেলল ভারত। আফগানদের জয় ২-১ ব্যবধানে।
বিশ্ব ক্রমতালিকায় আফগানিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। কিন্তু দুই পর্বের খেলায় তার কোনও প্রতিফলন দেখা যায়নি। সৌদি আরবের আভাতে প্রথম পর্বের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ভারতীয় ফুটবল প্রেমীরা তাকিয়ে ছিল ঘরের মাঠের ম্যাচের দিকে। কিন্তু সেখানেও জয় তুলে নিতে ব্যর্থ ইগর স্টিম্যাকের দল। প্রথমে এগিয়ে গিয়েও জয় অধরা থেকে গেল ভারতীয় দলের। প্রশ্ন উঠছে আইএসএলে ফুটবলারদের পেছনে কোটি কোটি টাকা ঢেলে কি লাভ হচ্ছে ভারতীয় ফুটবলের?
মঙ্গলবার জয়ের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক দল সাজিয়েছিলেন ঈগর স্টিম্যাক। প্রথম থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ভারত। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ্য এসেছিল। লিস্টন কোলাসোর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন সুনীল ছেত্রী। আফগান গোলকিপার কোনও রকমে বাঁচিয়ে দেন। ২১ মিনিটে পেনাল্টি পায় ভারত। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী।
দ্বিতীয়ার্ধে ও প্রাধান্য নিয়ে শুরু করেছিল ভারত। কিন্তু আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আফগানরা। ভারতের ওপর পাল্টা চাপ তৈরি করে। ৬৭ মিনিটে সুনীল ছেত্রীকে তুলে নেন ঈগর স্টিম্যাক। এরপরই সমতা ফেরায় আফগানিস্তান। ম্যাচের ৭০ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে বক্সের বাইরে থেকে জোরালো শযে গোল করেন রহমত আকবরি।
এরপরও ভারতের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। ৮২ সহজ সুযোগ নষ্ট করেন মনবির সিং। অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে জয়ের গোল তুলে দেয় আফগানরা। বক্সের মধ্যে বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেন ভারতীয় দলের গোলকিপার গুরুপ্রীত সিং। রেফারি পেনাল্টি নির্দেশ দেন। পেনাল্টি থেকে আফগানদের হয়ে জয়সূচক গোলটি করেন শারিফ।
❤ Support Us