- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১০, ২০২৩
দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মার, হাফ সেঞ্চুরি জাদেজা–অক্ষরের, ভারত এগিয়ে গেল ১৪৪ রানে

দুরন্ত সেঞ্চুরি অধিনায়ক রোহিত শর্মার। অপরাজিত হাফ সেঞ্চুরি রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের। এই তিনজনের দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে প্রথম দিনের শেষে ভারত ৭ উইকেট হারিয়ে তুলেছে ৩২১ রান। প্রথম ইনিংসে ইতিমধ্যেই ভারত এগিয়ে গেছে ১৪৪ রানে। হাতে এখনও ৩ উইকেট। অভিষেক টেস্টে ৫ উইকেট তুলে নিয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ার স্পিনার অফস্পিনার টড মার্ফি।
আগের দিনের ১ উইকেটে ৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। প্রথম আউট হন নৈশপ্রহরী রবিচন্দ্রন অশ্বিন। ৬২ বলে ২৩ রান করে তিনি টড মার্ফির বলে এলবিডব্লিউ হন। ৩ নম্বরে নামা চেতেশ্বর পুজারা ১৪ বলে ৭ রান করে আউট হন। চেতেশ্বর পুজারাকেও তুলে নেন টড মার্ফ। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ছিল ৩ উইকেটে ১৫১। মধ্যাহ্নভোজের বিরতির পরের ওভারেই ভারতের ওপর আবার আঘাত হানেন টড মার্ফি। প্রথম বলেই তিনি তুলে নেন বিরাট কোহলিকে। ২৬ বলে ১২ রান করে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি। তিনি আউট হওয়ার পর সূর্যকুমার যাদব বেশিক্ষণ রোহিতকে সঙ্গ দিতে পারেননি। টেস্ট অভিষেক সুখের হল না ভারতের এই মিডল অর্ডার ব্যাটারের কাছে। ২০ বলে মাত্র ৮ রান করে তিনি নাথান লায়নের বলে আউট হন। ১৬৮ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।
এরপর ভারতকে টেনে নিয়ে যান রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ১৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। আর টেস্ট ক্রিকেটে রোহিতের সেঞ্চুরি সংখ্যা হল ৯। এরমধ্যে দেশের মাঠে ৮টি এবং বিদেশের মাঠে ১টি। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ১২৭ রান করেছিলেন রোহিত। দীর্ঘদিন পর আবার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেন ভারতীয় দলের অধিনায়ক। শেষ পর্যন্ত তিনি প্যাট কামিন্সের বলে বোল্ড হন। ২১২ বলে ১২০ রান করে আউট হন রোহিত। শ্রীকর ভরত বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। মাত্র ৮ রান করে তিনি আউট হন। এরপর ভারতকে টেনে নিয়ে যান রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
তিনি যে কতটা কার্টকরী ক্রিকেটার, প্রমাণ করেই চলেছেন জাদেজা। বল হাতে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। ব্যাট হাতেও দায়িত্বশীল ইনিংস খেললেন এই অলরাউন্ডার। তাঁকে যোগ্য সহায়তা করেন অক্ষর প্যাটেল। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩২১ রান তুলেছে ভারত। ৬৬ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা। আর ৫২ রান করে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল। ৮২ রানে ৫ উইকেট নিয়েছেন টড মার্ফি। ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও নাথান লিয়ন।
❤ Support Us