- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৩০, ২০২৩
বাংলার রিচার দুরন্ত ব্যাটিং সত্ত্বেও একদিনের সিরিজে হার ভারতীয় মহিলা দলের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও ইতিহাস বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিল ভারতীয় মহিলা দল। কিন্তু স্বপ্নপূরণ হল না। একমাত্র টেস্টে হারলেও এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় একদিনের ম্যাচে জিতল ৩ রানে। দুরন্ত ব্যাটিং করেও দলকে জয় এনে দিতে পারেননি বাংলার রিচা ঘোষ। ৯৬ রান করেন তিনি।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পরিকল্পনা ছিল আগের ম্যাচেই মতোই ভারতের ঘাড়ে বড় রান চাপিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। দশম ওভারের প্রথম বলে ৪০ রানের মাথায় অধিনায়ক অ্যালিসা হিলি (১৩) আউট হলেও ভালই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। ফোয়েবে লিচফিল্ড ও এলিসে পেরি দলকে এগিয়ে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ৭৭।
১১৭ রানের মাথায় এলিসে পেরিকে (৫০) তুলে নিয়ে জুটি ভাঙেন দীপ্তি শর্মা। এরপর আর বড় জুটি গড়ে ওঠেনি। বেথ মুনি ১০ রান করে আউট হন। লিচফিল্ডকে ফেরান শ্রেয়াঙ্কা পাটিল। ৯৮ বলে ৬৩ রান করেন লিচফিল্ড। তাহলিয়া ম্যাকগ্রাথ করেন ২৪, সাদারল্যান্ড ২৩। ১৭ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অ্যালানা কিং। ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৮ রান তোলে অস্ট্রেলিয়া। দুরন্ত বোলিং করে ৩৮ রানে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা।
জয়ের জন্য ২৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৩৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। কিম গার্থের বলে আউট হন যস্তিকা ভাটিয়া (১৪)। অ্যালানা কিংয়ের বলে ফিরে যান স্মৃতি মান্ধানা (৩৪)। এরপর ভারতকে টেনে নিয়ে যান রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ। জুটি ওঠে ৮৮ রান। এই জুটিই ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। ১৫৯ রানের মাথায় আউট হন জেমাইমা। ৫৫ বলে তিনি করেন ৪৪। এদিনও রান পেলেন না অধিনায়ক হরমনপ্রীত কাউর (৫)।
পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রিচা গোষ। ২১৮ রানের মাথায় তিনি আউট হন। মাত্র ৪ রানের জন্য জীবনের প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া করেন। ১১৭ বলে ৯৬ রান করে আউট হন রিচা। বাকি ব্যাটাররা দলকে জয় এনে দিতে পারেননি। ৫০ ওভারে ৮ উইকেটে বারত তোলে ২৫৫। ৩৬ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। ৪৭ রানে ৩ উইকেট নেন সাদারল্যান্ড।
❤ Support Us